পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার উত্থান তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডি’র মাধ্যমে। তারপর ‘কবীর সিংহ’ ও ‘অ্যানিম্যাল’-এর মতো ছবি করে ‘নারীবিদ্বেষী’ তকমা পেয়েছেন তিনি। কারণ, তাঁর ছবির পুরুষ চরিত্রেরা অতিরিক্ত রাগের বশে প্রেমিকার গায়ে হাত তোলে। সঙ্গে আছে ঘন ঘন চোখরাঙানো শাসানি। ঠিক একই রকমের পুরুষ বঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবির মুখ্য চরিত্র রণবিজয়ও। উগ্র পৌরষের পালে এ ভাবেই হাওয়া দেন বঙ্গা- এমনটিই অভিযোগ পরিচালকের বিরুদ্ধে। এবার সেই পরিচালকের পক্ষ নিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।

আনন্দবাজার অনলাইনসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ক’দিন ধরে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে তুমুল বাগ্যুদ্ধ চলছে পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার। যার সূচনা এই ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকাকে বাদ দেওয়া নিয়ে। যখন সিনেমায় অভিনয়ের বিষয়টি প্রায় চূড়ান্ত, ঠিক তখনই দীপিকা এমন কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন, যা পরিচালক বঙ্গা কোনোভাবেই মেনে নিতে পারেননি। তাই ‘স্পিরিট’ সিনেমা থেকে তাঁকে বাদ দিয়ে নায়িকা হিসেবে তৃপ্তি ডিমরিকে বেছে নিয়েছেন।

এরপর থেকে সমাজমাধ্যমে কথার লড়াইয়ে নেমেছেন দীপিকা ও বঙ্গা; যাকে ঘিরে কেউ কেউ পক্ষ নিয়েছেন অভিনেত্রীর, কেউ আবার পরিচালকের। সম্প্রতি বলিউডে পা রেখে আলোচনায় আসা রাশমিকাও চলে গেছেন পরিচালকের পক্ষে। রাশমিকা কোনোভাবেই বঙ্গাকে নারীবিদ্বেষী বলতে নারাজ।

অভিনেত্রীর কথায়, ‘সন্দীপ রেড্ডি বঙ্গা স্যারের মধ্যে আমি যা দেখেছি তা হলো একজন নারীর প্রতি তাঁর পরম শ্রদ্ধা। তাই তাঁকে কোনোভাবেই নারীবিদ্বেষী বলতে চাই না। যারা এ কথা বলেন, তাদের সঙ্গে একমত নই আমি।’  

ভারতীয় সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, ‘স্পিরিট’ সিনেমায় দীপিকা যেসব শর্ত দিয়েছিলেন, সেগুলো ছিল, দিনে আট ঘণ্টা শুটিং করবেন এবং ২০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন। এ ছাড়াও সিনেমার লভ্যাংশ দিতে হবে তাঁকে; যা নির্মাতা সন্দীপ রেড্ডি বঙ্গ মেনে নেননি। যে কারণে সিনেমা থেকে দীপিকাকে বাদ পড়তে হয়েছে।

এ প্রসঙ্গে দীপিকার নাম না করে তাঁকে ‘নারীবাদ’ নিয়েও খোঁচা দিয়েছেন বঙ্গা। এ বিষয়টি নজরে আসতেই ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির শিল্পী ও কুলাকুশলীরা দুই ভাবে ভাগ হয়ে পড়েছেন। কেউ কথা বলছেন শিল্পীর পক্ষে, কেউ আবার নির্মাতার বক্তব্যকে সমর্থন করছেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন। 

আরো পড়ুন:

মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?

আমি খুব কেঁদেছিলাম: মোহিনী

অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ