ধানক্ষেতে দুই ঘণ্টা আটকে ছিল হেলিকপ্টার
Published: 31st, May 2025 GMT
ঢাকার ধামরাইয়ে বৃষ্টির মধ্যে জরুরি অবতরণ করা একটি হেলিকপ্টার ধানক্ষেতের কাদা-পানিতে আটকে ছিল প্রায় দুই ঘণ্টা। গতকাল শনিবার বিকেলে রোয়াইল ও সুয়াপুর ইউনিয়নের মাঝামাঝি ছেনাইল চকে এ ঘটনা ঘটে।
রোয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা ৩টার দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এ সময় একটি হেলিকপ্টার রোয়াইল ও সুয়াপুর ইউনিয়নের মাঝামাঝি ছেনাইল চকের একটি ধানক্ষেতে জরুরিভাবে নেমে পড়ে। এ সময় হেলিকপ্টারটি কাদা-পানিতে দেবে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শতাধিক লোক হেলিকপ্টারটি দেখতে ভিড় জমায়।
তিনি আরও বলেন, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালানোর পর বিকেল ৫টার দিকে পাইলট হেলিকপ্টারটি উড়িয়ে নিয়ে যান। তবে এটি কোথা থেকে কোথায় যাচ্ছিল, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
হেলিকপ্টার দেবে যাওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিকেলেই ছড়িয়ে পড়ে। এতে কাউকে কাউকে বলতে শোনা যায়, হেলিকপ্টার থেকে ডিজেলের গন্ধ পাওয়া গেছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের মোবাইলে কল দিলে তিনি বলেন, হেলিকপ্টার দেবে যাওয়ার বিষয়টি কেউ তাঁকে জানায়নি।
উৎস: Samakal
কীওয়ার্ড: ধ নক ষ ত
এছাড়াও পড়ুন:
ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।
এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে, এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এনটি/ইভা