ইউপি ভবনে তালা দিলেন জামায়াতের নেতাকর্মী
Published: 1st, June 2025 GMT
যশোরের মনিরামপুরের চালুয়াহাটি ইউনিয়ন পরিষদ ভবনে জামায়াতে ইসলামীর নেতাকর্মী তালা ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন সরকারি বরাদ্দে দলীয় লোকদের প্রাধান্য দেওয়া ও স্বজনপ্রীতির অভিযোগে এ ঘটনা ঘটায় জামায়াত নেতাকর্মীরা।
দুপুর আড়াইটার দিকে নেঙ্গুড়াহাট বাজার থেকে জামায়াতের কয়েকশ নেতাকর্মী মিছিল নিয়ে পরিষদে যান। এ সময় তারা চেয়ারম্যান ও সচিবের কক্ষসহ প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল হামিদ সরদার এবং ইউপি সচিব বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন না।
চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের সচিব বিল্লাল হোসেন জানান, গত বছর আওয়ামী সরকারের পতনের পর সরকারি বরাদ্দ বণ্টনের বিষয়ে ইউএনওর মধ্যস্থতায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের নেতাদের মধ্যে সমঝোতা হয়। এসব সরকারি বরাদ্দের মধ্যে রয়েছে ভিজিএফ, ভিজিডি, টিসিবি, খাদ্যবান্ধব, ওএমএস, টিআর, কাবিখা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও বয়স্ক ভাতা।
ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ সরদারের ভাষ্য, ইউনিয়নে আসা সব সরকারি বরাদ্দের শতকরা ২৫ ভাগ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীর মধ্যে ভাগ করে দেওয়া হয়। পরিষদে তালা মারার বিষয়টি ইউপি সচিবের মাধ্যমে ইউএনকে জানানো হয়েছে।
ইউপি ভবনে তালা মারার বিষয়টি স্বীকার করেছেন ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলাম ও সেক্রেটারি আবদুল মান্নান। তারা অভিযোগ করেন, সরকারি সব বরাদ্দে তাদের ২৫ ভাগ দেওয়ার সমঝোতা হলেও চেয়ারম্যান তা মানছেন না। তিনি সব বরাদ্দই তাঁর দলীয় আস্থাভাজনদের মধ্যে বিতরণ করছেন।
থানার ওসি বাবলুর রহমান খান জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি।
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা
নেওয়া হচ্ছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন ত কর ম বর দ দ সরক র
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সন্ত্রাসীদের হামলায় মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে তার ওপর হামলা হয়। নিহত মোস্তফা কামাল একই গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোস্তফা কামাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে সড়কে একা পেয়ে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। তারা তার মাথা ও ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়।
আরো পড়ুন:
ইসরায়েলি মানবাধিকার সংগঠনই বলছে, ‘গাজায় গণহত্যা চলছে’
বান্দরবানে যুবককে পাথর দিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২
একজন পথচারী মোস্তফা কামালকে সড়কের পাশে পরে থাকতে দেখে পরিবারের লোকদের খবর দেন। তারা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ