স’ মিলে টাস্কফোর্সের অভিযানে ৩২ লাখ টাকার কাঠ জব্দ, জরিমানা
Published: 2nd, June 2025 GMT
সাতক্ষীরার কলারোয়ায় তিনটি স’ মিলে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। অভিযানে প্রায় ৩২ লাখ টাকার কাঠ জব্দ করা হয়েছে এ সময় মিল মালিকদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল রোববার বেলা ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। মিলগুলো হলো- কলারোয়ার সীমান্তবর্তী বালিয়াডাঙ্গা বাজারের মেসার্স সুলতান স’ মিল, আইসপাড়ার মেসার্স মহসীন আলি স’ মিল ও লোহাকুড়ার মেসার্স তুহিন স’ মিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও বন বিভাগের কর্মকর্তার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করেন। বন বিভাগের অনুমোদন ছাড়া স’ মিলে পরিবেশ ধ্বংসকারী গাছ ও কাঠ চেরাই করা হচ্ছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা ৩৩ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে এটি জানা গেছে।
অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: অভ য ন
এছাড়াও পড়ুন:
নির্বাচনে বিএনপির মনোনয়ন আলোচনায় যেসব তারকা
আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ অনুষ্ঠিত হবে—এমনটাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলোও তাই নির্বাচনমুখী। অন্তর্বর্তী সরকার বারবার জানিয়েছে, যে করেই হোক ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচনের আয়োজন তারা সম্পন্ন করবে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করছেন। নিজ নিজ নির্বাচনী এলাকায় পরিচিত ও গ্রহণযোগ্যতার পাশাপাশি দলীয় জরিপে যাঁরা এগিয়ে আছেন, তাঁরাই আলোচনায় আছেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বিনোদন অঙ্গনের তারকারাও। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে তাঁদের নামও শোনা যাচ্ছে।
বেবী নাজনীন