ইন্টারপোলের তথ্যে গ্রেপ্তার শিশুদের দিয়ে পর্নোগ্রাফি তৈরি চক্রের সদস্য
Published: 2nd, June 2025 GMT
ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) তথ্যে শিশুদের দিয়ে পর্নোগ্রাফি তৈরি ও প্রচার চক্রের সদস্য এখলাছ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গাজীপুরের টঙ্গী পূর্ব থানার পাগার পাঠানপাড়া এলাকায় এ অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে জব্দ করা স্মার্টফোনে একাধিক শিশু পর্নোগ্রাফির ভিডিও পাওয়া যায়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) জসীম উদ্দিন খান জানান, ইন্টারপোলের ক্রাইম অ্যাগেইনস্ট চিলড্রেন ইউনিট এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) জানায়। এনসিবির মাধ্যমে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) বিষয়টি জানতে পারে।
তথ্য অনুযায়ী, বাংলাদেশের একজন নাগরিক শিশুদের পর্নোগ্রাফি ভিডিও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তৈরি, সংরক্ষণ ও প্রচার করে আসছিলেন। পরবর্তী সময়ে সিআইডির সাইবার মনিটরিং টিম প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্ত এখলাছ আলীকে শনাক্ত করে। তার স্থায়ী ঠিকানা নাটোরের লালপুর থানার কামারহাতি গ্রামে। তিনি গাজীপুরের হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডে আইটি বিভাগের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
সিআইডি জানায়, অভিযুক্ত ব্যক্তি টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের পর্নোগ্রাফিক ভিডিও সংগ্রহের পর নিজের মোবাইল ফোনে সংরক্ষণ ও প্রচার করতেন। গত ১ জুন সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে পল্টন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৫)(ক) ধারায় মামলা করা হয়েছে। নিবিড় তদন্তের মাধ্যমে মামলার পূর্ণাঙ্গ তথ্য উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানিয়েছে সিআইডি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: পর ন গ র ফ পর ন গ র ফ স আইড র
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক