ঘোষিত বাজেটে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক কর ব্যবস্থায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। যেগুলোর মধ্যে কিছু প্রশংসনীয় পদক্ষেপ যেমন আছে, তেমনি কিছু বৈষম্যমূলক সিদ্ধান্তও চোখে পড়ে।
প্রথমেই প্রাতিষ্ঠানিক কর কাঠামোর কথা বলি। বাজেটে প্রস্তাব এসেছে– যেসব তালিকাভুক্ত কোম্পানি আইপিওর মাধ্যমে ১০ শতাংশের কম শেয়ার ছেড়েছে, তাদের জন্য অতিরিক্ত ৭.
আরেকটি বিষয় হলো, ‘ক্যাশলেস কোম্পানি’– অর্থাৎ যারা মূলত নগদ লেনদেন পরিহার করে চলছে, তাদের করহার ২৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অথচ সরকারই তো ক্যাশলেস অর্থনীতিকে উৎসাহিত করছে। এই উচ্চ করহার সে উদ্যোগের সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও স্তরভিত্তিক করহার বাতিল করে একইভাবে ২৭.৫ শতাংশ কর আরোপ করা হয়েছে, যা ছোট ও মাঝারি উদ্যোগের বিকাশে বাধা সৃষ্টি করতে পারে।
তবে কিছু ইতিবাচক দিকও রয়েছে। দীর্ঘদিন মন্দার মধ্যে থাকা মার্চেন্ট ব্যাংক খাতের জন্য করহার ১০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। এটা সময়োপযোগী ও বাস্তবমুখী পদক্ষেপ।
খাতভিত্তিক পরিবর্তনের মধ্যে নির্মাণ খাতে টিডিএস হার ৭.৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এটি ব্যবসায়ীদের জন্য স্বস্তির হবে। আমদানিকৃত পণ্যের ওপর ২ শতাংশ হারে অগ্রিম আয়ের কর আরোপ, যদিও তাৎক্ষণিকভাবে শিল্প খাতের জন্য চাপ সৃষ্টি করবে, তবে দীর্ঘমেয়াদে রিফান্ড দাবির পরিমাণ কমে আসতে পারে। অত্যাবশ্যকীয় পণ্যে টিডিএস ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ করা হয়েছে, যা ভোক্তাদের জন্য স্বস্তির বার্তা।
লেখক: পরিচালক, এসএমএসি
অ্যাডভাইজরি সার্ভিসেস
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন