চট্টগ্রামে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যদের ইউনিফর্ম উদ্ধারের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুচ ছালামের ভাই ওয়েল গ্রুপের পরিচালক তারিকুল ইসলামসহ তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মো. ইব্রাহিম খলিলের আদালত শুনানি শেষে পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। 

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার ওসি কামরুজ্জামান বলেন, কেএনএফ সদস্যদের ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, চট্টগ্রাম নগরীর মোহরা শিন্নগর ওয়েল গ্রুপের কারখানা ওয়েল ফ্রেবিক্সে অভিযানের পর প্রতিষ্ঠানের পরিচালক তারিকুল ইসলাম, কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও আতিকুর রহমানকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। এর আগে পুলিশ বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ সদস্যদের জন্য ওয়েল ফ্রেব্রিক্সে ইউনিফর্ম তৈরির অভিযোগে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবদুচ ছালামের পারিবারিক কারখানা থেকে তার ছোটভাই তারিকুল ইসলামসহ চারজনকে আটক করে।

১৭ মে নগরীর অক্সিজেন এলাকার নয়ারহাটে অবস্থিত ‘রিংভো অ্যাপারেলস’ নামে একটি গার্মেন্টস থেকে ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম জব্দ করে পুলিশ। এরপর ২৬ মে চট্টগ্রাম নগরের একটি গুদামে অভিযান চালিয়ে আরও ১১ হাজার ৭৮৫ পিস ইউনিফর্ম উদ্ধার করা হয়। একইভাবে নগরীর পাহাড়তলীর একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে পুলিশ।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক এনএফ ইউন ফর ম ল ইসল ম সদস য নগর র

এছাড়াও পড়ুন:

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের বাবার মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিয়ে বাড়ির আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বরের বাবা বিষু পাল (৬৫)। বুধবার (৩০ জুলাই) উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়রা জানান, বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১ জুলাই (বৃহস্পতিবার)। সেই উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল। যেখানে লিকেজ ছিল। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিষু পাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে উদ্দার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন:

কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু

বানিয়াচং থানার এসআই সজিব ঘোষ জানান, ঘটনাটি মর্মান্তিক। বিয়ের আনন্দময় পরিবেশ হঠাৎ করে বিষাদে পরিণত হয়েছে। বিকেলে বিষু পালের পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার জন্য হবিগঞ্জ জেলা সদরে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ঢাকা/মামুন/বকুল

সম্পর্কিত নিবন্ধ