ওয়ালটনের নতুন ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন স্মার্টফোন ‘জেনএক্স২’ বাজা
Published: 3rd, June 2025 GMT
নতুন মডেলের স্মার্টফোন ‘জেনএক্স২’ বাজারে ছেড়েছে দেশের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি এ স্মার্টফোনে আছে বিশালাকার ৬.৮ ইঞ্চি সিনেমাটিক ডিসপ্লে।
ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন এই ফোনে আছে ১২০ হার্জের রিফ্রেশ রেট। স্মার্টফোনটিতে আইপি৫২ প্রটেকশন থাকায় ধুলাবালি ও বৃষ্টি বা পানির ছিটেফোঁটায় এ ফোনের কোনো ক্ষতি হবে না। এ ফোনের বডি ফ্রেম অ্যান্টি-ড্রপ ডায়মন্ড স্ট্রাকচার ও উন্নত মানের হার্ডওয়্যার দিয়ে তৈরি হওয়ায় ডিভাইসটিকে করেছে শক্তিশালী, টেকসই ও মজবুত। এর ফলে দীর্ঘদিন ব্যবহারে পাবেন সর্বোচ্চ সুরক্ষা এবং নিশ্চয়তা। দুর্ঘটনাবশত এই ফোন সাধারণ উচ্চতা থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না।
৫২ মেগাপিক্সেল ইউএইচডি ডুয়াল প্রাইমারি ক্যামেরার এ ফোনে আছে ১২ ন্যানোমিটারের ১.
আরো পড়ুন:
ওয়ালটনে বিশ্ব পরিবেশ উপলক্ষে প্লাস্টিক কালেকশন ও রিসাইকেল প্রোগ্রাম
ফরিদপুরের ভাঙ্গায় ওয়ালটনের নতুন এক্সক্লুসিভ শোরুম
ওয়ালটন মোবাইলের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানিয়েছেন, দেশের সব ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুমে নতুন মডেলের এ স্মার্টফোন পাওয়া যাচ্ছে। পাশাপাশি ঘরে বসেই ওয়ালটনের অনলাইন সেলস প্লাটফর্ম (https://waltonplaza.com.bd/) এবং (https://waltondigitech.com) থেকেও ফোনটি কেনা যাবে। ভ্যাটসহ ফোনটির দাম ১০ হাজার ৯৯৯ টাকা।
অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে ৮ জিবি র্যাপিড মেমোরি ব্যবহৃত হয়েছে। ব্যবহারকারীরা ২৫৬ জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ সুবিধা পাবেন। গ্রাফিক্স হিসেবে আছে মালি-জি৫৭ এমপি১। ফোনটিতে আকর্ষণীয় সেলফির জন্য সামনে আছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ডুয়াল ভিউ ভিডিও এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো সুবিধাসমৃদ্ধ ডিভাইসটিতে পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৫ হাজার এমএএইচ হাই-ক্যাপাসিটি লি-পলিমার ব্যাটারি।
অন্যান্য ফিচারের মধ্যে আছে—নাইট লাইট, অ্যাপ লক, থ্রি ফিঙ্গার স্ক্রিনশট, অ্যান্টি পিপিং, স্মার্ট মোশন, স্মার্ট কন্ট্রোল, সাইড অ্যাপ্লিকেশন বার ও ডায়নামিক ক্যাপসুল।
ওয়ালটন ডিজি-টেকের নিজস্ব কারখানায় তৈরি এ স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ ১ বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।
ঢাকা/সাহেল/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে ‘নয়া মানুষ’
নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবনযাপন, মানবিকতা ও ধর্মীয় সহাবস্থানের চিত্র নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘নয়া মানুষ’। প্রশংসিত এই চলচ্চিত্র জায়গা করে নিয়েছে ‘কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’-এর পঞ্চম আসরে। ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে আজ থেকে শুরু হওয়া এই উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের এই আলোচিত চলচ্চিত্রটি।
৭ দিনব্যাপী এ উৎসবে মিসর, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও ভারতের নির্বাচিত চলচ্চিত্রের সঙ্গে প্রদর্শিত হবে ‘নয়া মানুষ’, যা বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে উৎসবে।
আরো পড়ুন:
দুই গায়িকার পাল্টাপাল্টি অভিযোগ, দ্বন্দ্ব চরমে
সমালোচনা নিয়ে মুখ খুললেন ভাবনা
২০২৪ সালের ৬ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘নয়া মানুষ’ দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়ায়। আ. মা. ম. হাসানুজ্জমানের লেখা ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির সংলাপ ও চিত্রনাট্য লিখেন মাসুম রেজা।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশুশিল্পী ঊষশী।
উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে গল্পকার ও অভিনেতা আ. মা. ম. হাসানুজ্জমান বলেন, “আমি যখন গল্পটি লিখি, তখন এত কিছু ভাবিনি। কিন্তু চলচ্চিত্রটি দর্শক দেখার পর যে ভালোবাসা পাচ্ছি, তা সত্যিই অকল্পনীয়। ‘নয়া মানুষ’ ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে সচেতনতা তৈরি করছে, শান্তির বার্তা দিচ্ছে, ধর্মের প্রকৃত দর্শন তুলে ধরছে—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।”
চলচ্চিত্রটির নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, “আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে—এটা আমার জন্য গর্বের বিষয়। কাশ্মীর ফেস্টিভ্যালে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ‘নয়া মানুষ’ অংশ নিচ্ছে, যা দেশের চলচ্চিত্রের জন্যও একটি বড় সাফল্য।”
চাঁদপুরের দুর্গম কানুদীর চরে চিত্রগ্রহণ করা হয়েছে চলচ্চিত্রটির। চিত্রগ্রহণ পরিচালনা করেছেন কমল চন্দ্র দাস। সিনেমাটির সংগীতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রয়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রয়।
মানবতার বার্তা, ধর্মীয় সহনশীলতা ও জীবনবোধের অনন্য মেলবন্ধন নিয়ে ‘নয়া মানুষ’ এবার বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিচ্ছে শান্তি ও সহমর্মিতার বার্তা।
ঢাকা/রাহাত/শান্ত