পবিত্র ঈদুল আজহার ছুটির পর এইচএসসি পরীক্ষা শুরু হবে ২৬ জুন থেকে। বাংলা প্রথম পত্র বিষয় দিয়ে এবারের পরীক্ষা শুরু হবে। এটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। মনে রেখো, উচ্চশিক্ষার প্রথম সোপান এইচএসসি পরীক্ষা।
এই পরীক্ষায় প্রাপ্ত জিপিএ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। তাই, এ পরীক্ষা নিয়ে টেনশন না করে ভালো জিপিএ কীভাবে অর্জন করতে পারো, তার প্রস্তুতি নাও।
পরীক্ষার প্রস্তুতির জন্য মনের আনন্দ মিশিয়ে ঈদ উদ্‌যাপন করতে পারবে না, তা কিন্তু নয়। ঈদের আনন্দও করবে, সময়মতো পরীক্ষার পড়াও রিভিশন দেবে। ঈদের সময় ছুটিতে কী করবে, কী করবে না—সেটা জেনে নাও।
পরীক্ষায় আত্মবিশ্বাসই সব
অনেক প্রস্তুতি, অনেক টেনশন, অনেক দুশ্চিন্তা—কোনোটাই করবে না। এইচএসসি পরীক্ষা নিয়ে ‘চিন্তামুক্ত’ থাকো। যদি তোমার মনে আত্মবিশ্বাস থাকে, পরীক্ষা অবশ্যই ভালো হবে। কারণ, তুমি প্রতিদিন ভালো করে পড়াশোনা করেছ, নিয়মিত ক্লাস করেছ আর প্রস্তুতি নিয়েছ। আর ঠিক এ কারণেই তোমার পরীক্ষা ভালো হবে। কোনো কিছু নিয়ে অযথা দুশ্চিন্তা করবে না। ঈদের ছুটিতে বেশ কিছু দিন পড়াশোনার কমতি হতে পারে, তা নিয়েও কোনো দুশ্চিন্তা করার কিছু নেই।
যা গুছিয়ে রাখবে
পরীক্ষার প্রয়োজনীয় জিনিসপত্র যা যা তোমার দরকার, তা ঈদের পরেও কিনে গুছিয়ে নিতে সময় পাবে। এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র (কলেজ থেকে ঈদের পর বিতরণ করবে), কালো বা নীল বল পয়েন্ট কলম, পেনসিল, রাবার, স্কেল, কাটার, রাইটিং বোর্ড ইত্যাদি জিনিসপত্র পরীক্ষায় লাগবে। আরও কী কী কিনতে হবে তার একটা ‘প্রয়োজনীয় তালিকা’ তৈরি করে রাখো। হাতের কাছে তালিকা থাকলে পরীক্ষার আগে হুড়োহুড়ি করে কেনার প্রয়োজন নাই।
এবার রিভিশনের পালা
তোমার প্রতিটি বিষয়ের ‘চূড়ান্ত প্রস্তুতি’ শেষ হয়েছে। এখন শুধু ‘চূড়ান্ত রিভিশন’ দেওয়ার পালা। যে যত ভালো করে রিভিশন দিতে পারবে, পরীক্ষায় সে তত ভালো করবে। রিভিশন দেওয়ার আগে নিজে নিজে পরিকল্পনা করে নাও ঈদের ছুটিতে তুমি কীভাবে রিভিশন দেবে।
ঈদের ছুটির পর ২৬ জুন প্রথম পরীক্ষা শুরু হবে। বাংলা ১ম ও ২য় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্র, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি—এ ‘পাঁচটি বিষয়’ রিভিশনের প্রস্তুতি এই ঈদের ছুটিতে নিতে পারো। তাই এই কয়েকটি বিষয়ের বই হাতের কাছে রাখবে। যাতে করে একটু সুযোগ পেলে কোনো না কোনো বিষয়ের রিভিশন দিতে পারো। এতে তোমার প্রস্তুতির মাত্রা আরও বাড়বে।
নোট রাখা জরুরি
ঈদের ছুটিতে নিজের বাসায় বা দাদার বাড়ি বা নানাবাড়িতে যেতে পারো। রিভিশন দেওয়া সময় বইয়ের অনেক দরকারি তথ্য মনে পড়তে পারে, যা পরে দরকার পড়তে পারে। তাই একটা নোট খাতা তৈরি করে নেবে। যেখানে দরকারি তথ্য পরে দেখতে পারো বা পড়তে পারো বা সমাধান করে নিতে পারো।
সুস্থ থাকা দরকার
ঈদে অনেকেই বাড়ি যাবে, আনন্দ করবে বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনদের সঙ্গে। তবে নিজের শরীরের প্রতি অবশ্যই যত্ন নেবে। এখন বর্ষাকাল চলছে। গরম-ঠান্ডার কারণে তোমার শরীরে প্রতিক্রিয়া হতে পারে। তাই রোদে যাবে না। বৃষ্টিতে ভিজবে না, জ্বর হতে পারে। তাই অসুস্থ হওয়া থেকে যথাসম্ভব সাবধান থাকবে।
সন্তানের প্রতি নজর দিন
মা-বাবার প্রতি, বিশেষ করে ঈদের সময় আপনার সন্তানের প্রতি নজর দিন। মনে রাখতে হবে, সন্তান এইচএসসি পরীক্ষা দেবে । তার প্রতি আপনার অনেক দায়িত্ব আছে। যেমন বেশি রাত জাগছে কি না, সময়মতো পড়তে বসছে কি না, কতটা সময় মুঠোফোন দেখছে, পরিমিত ঘুমাচ্ছে কি না, ঠিকসময়ে খাবার খাচ্ছে কি না ইত্যাদি। ঈদের সময় বেশি ঠান্ডাজাতীয় (ফ্রিজে রাখা সেমাই, পায়েস, দই, মিষ্টি, আইসক্রিম) খাবার বেশি খেতে দেবেন না। গরম-ঠান্ডাজনিত কারণে খাবারে অনিয়ম হলে অসুস্থ হয়ে যেতে পারে। তাই আগে থেকেই একটু সাবধান থাকতে হবে।
লেখক: মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী অধ্যাপক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র প ঈদ র ছ ট ত র প রস ত ত পর ক ষ য় দরক র

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৩ নভেম্বর থেকে। গত রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

ভর্তির জন্য আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী

২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি বা সমমান এবং ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ভর্তির জন্য। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ই–মেইলে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২২-২৩ ও ২০২৩-২৪) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তাঁরা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।

আবেদন ফি ৪০০ টাকা

ভর্তি ফি হিসেবে প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা, যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ২৫০ টাকা এবং কলেজের অংশ ১৫০ টাকা। ভর্তি নিশ্চিত হওয়ার পর রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। তবে নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। আবেদন ফি ১৯ অক্টোবরের মধ্য জমা দিতে হবে।

আরও পড়ুনবাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা৪ ঘণ্টা আগে

আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০: ৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে প্রথম মেধাতালিকা, দ্বিতীয় মেধাতালিকা, কোটার মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।

বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৪৮ জেলার যুবরা১১ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর