শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম টেস্ট ১৭ জুন গলে ও দ্বিতীয় টেস্ট ২৫ জুন কলম্বোয় মাঠে গড়াবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হওয়া সিরিজে বাংলাদেশের টেস্ট দলে ফিরেছেন ডানহাতি পেসার এবাদত হোসেন। এছাড়া জিম্বাবুয়ে সিরিজে না খেলা লিটন দাস আছেন ১৬ জনের দলে। 

জিম্বাবুয়ে সিরিজের দলে ছিলেন টপ অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয়। তাকে শ্রীলঙ্কা সফরের দলে নেওয়া হয়নি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়ে ম্যাচ খেলা এনামুল হক বিজয় জায়গা ধরে রেখেছেন। স্পিন আক্রমণে তাইজুল ইসলাম, মেহেদী মিরাজ ও নাঈম হাসানের সঙ্গে রাখা হয়েছে বাঁ-হাতি হাসান মুরাদ। 

বিসিবির বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক হিসেবে নাজমুল শান্তর মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। সহঅধিনায়ক হিসেবে মেহেদী মিরাজ দায়িত্ব চালিয়ে যাবেন। বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা সিরিজের জন্য ১৩ জুন দেশ ছাড়বে। ৯ জুন থেকে অনুশীলন ক্যাম্প শুরু হবে ক্রিকেটারদের।  

বাংলাদেশের টেস্ট দল: নাজমুল শান্ত, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল অঙ্কন, জাকের আলী, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।

মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।

আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।

পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।

সম্পর্কিত নিবন্ধ