ব্যাংকের কাস্টমার কেয়ার সেন্টারের কর্মকর্তা পরিচয়ে ওটিপি নিয়ে কৌশলে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের হোতা রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার সকালে ফরিদপুরে এ অভিযান চালানো হয়। 

ভুক্তভোগী ব্যবসায়ীর মামলার বরাত দিয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) জসীম উদ্দিন খান জানান, ঢাকার একটি বেসরকারি ব্যাংকের মৌচাক শাখায় ওই ব্যবসায়ীর একটি অ্যাকাউন্ট রয়েছে। গত ২৪ মার্চ বিকেলে ঢাকার মগবাজার মোড়ে অবস্থানকালে অজ্ঞাতপরিচয় একজন তার মোবাইল ফোনে কল করেন। তিনি নিজেকে ব্যাংকের কাস্টমার কেয়ার কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, ব্যবসায়ীর অ্যাকাউন্টে কিছু টাকা যুক্ত হবে। এজন্য তার মোবাইল ফোন নম্বরে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাবে, সেটি জানাতে হবে। 

জসীম উদ্দিন আরও জানান, ভুক্তভোগী সরল বিশ্বাসে ওটিপি দেওয়ার পর তার বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮ লাখ ৪০ হাজার টাকা কৌশলে সরিয়ে নেয় প্রতারকরা। এ ঘটনায় তিনি রমনা থানায় মামলা করেন। সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিট মামলাটি তদন্তের দায়িত্ব পায়। তদন্তের একপর্যায়ে তথ্য–প্রযুক্তির সহায়তা ও গোপন সূত্রের ভিত্তিতে রুহুল আমিনকে ফরিদপুর জেলা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করে সিআইডি। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স আইড অ য ক উন ট স আইড

এছাড়াও পড়ুন:

হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন

হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়। 

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।

এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।

ঢাকা/নঈমুদ্দীন/টিএই

সম্পর্কিত নিবন্ধ