‘সীমান্তে গরু চোরাচালান ও চামড়া পাচার রোধে সতর্ক অবস্থানে বিজিবি’
Published: 5th, June 2025 GMT
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে অপরাধ দমন, গরু চোরাচালান ও চামড়া পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন বাহিনীটির নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক কর্নেল এস এম বদরুদ্দোজা। বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারীতে ব্যাটালিয়নের ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
৫৬ বিজিবির অধিনায়ক বলেন, চলতি বছর দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্তসংখ্যক কোরবানির পশু মজুত আছে। পাশের দেশ থেকে গরুসহ কোরবানির পশু প্রবেশের কারণে দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হন—সে বিষয়টি নিশ্চিতে কাজ করছে বিজিবি।
কর্নেল এস এম বদরুদ্দোজা জানান, দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ঈদ উদ্যাপন করতে পারেন, এ জন্য বিজিবির সদস্যরা সীমান্তের নিরাপত্তা বিধান, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং ঈদ জামায়াতের নিরাপত্তাবিধানে সচেষ্ট ও তৎপর থাকবেন।
সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় পুশ ইনের বিষয়ে বিজিবির এই কর্মকর্তা বলেন, পুশ ইন প্রতিরোধে ৫৬ বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সতর্ক অবস্থানে আছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পুশইন করায় বিজিবি নিয়মিতভাবে বিএসএফের সঙ্গে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, নীলফামারীতে এখনো কোনো পুশ ইন হয়নি। তবে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের সীমান্তে ৫৮ জনকে ঠেলে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে