চট্রগ্রাম বিভাগের এগারো জেলার মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে ৭ লাখ ৭৪ হাজার ৭৫৬টি চামড়া সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে বিভাগের বাণিজ্য মন্ত্রণালয়। 

বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, গরু ও মহিষের চামড়া সংরক্ষণ করা হয় ৭ লাখ ৭৪ হাজার ৭৫৬টি। এছাড়া ছাগলের চামড়া সংরক্ষণ করা হয় ৭৪ হাজার ৩০২টি।

আরও বলা হয়, জেলাগুলোর মধ্যে চট্টগ্রামের সংগৃহীত চামড়ার সংখ্যা দুই লাখ বাহাত্তর হাজার একশটি, কক্সবাজারে সাইত্রিশ হাজার আটশ ঊননব্বইটি,নোয়াখালীতে এক লাখ তেরো হাজার আটশ একত্রিশটি, চাঁদপুরে তেইশ হাজার পয়ষট্টিটি, ব্রাহ্মণবাড়িয়ায় নিরানব্বই হাজার সাতশ একাশিটি, খাগড়াছড়িতে পাঁচ হাজার আটশ ঊনপঞ্চাশটি,লক্ষ্মীপুরে এগারো হাজার আটশ সাইত্রিশটি, ফেনীতে তেরো হাজার পাঁচশ নয়টি, রাঙ্গামাটিতে দুই হাজার আটশ আটচল্লিশটি, বান্দরবানে দুই হাজার দুইশ বিরানব্বইটি, কুমিল্লায় এক লাখ একানব্বই হাজার সাতশ পচাশিটি। জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে এ সকল চামড়া সংরক্ষণ করা হয়েছে সরকার সরবরাহকৃত বিনামূল্যের লবন দিয়ে।

উল্লেখ্য, এ বছর কোরবানির চামড়ার মূল্য বৃদ্ধি এবং এতিমদের হক আদায়ের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে দেশের এতিমখানা, মসজিদ ও মাদ্রাসাসমূহে বিনামূল্যে ৩০ হাজার মেট্রিক টন লবন সরবারহ করা হয়। যাতে করে স্থানীয়ভাবে দুই থেকে তিন মাস চামড়া সংরক্ষণ করা সম্ভব হয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ৭৪ হ জ র

এছাড়াও পড়ুন:

অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন। 

আরো পড়ুন:

মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?

আমি খুব কেঁদেছিলাম: মোহিনী

অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ