‘সুদের ওপর’ নেওয়া টাকার বাঁধে কি ভাঙন ঠেকবে
Published: 9th, June 2025 GMT
তিস্তা নদীর ভাঙনে প্রতিবছর হাজার হাজার বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়। সরকারিভাবে এসব ভাঙন রোধে তেমন কোনো পদক্ষেপ অতীতে নেওয়া হয়নি। অনেক সময় স্থানীয় লোকজন টাকা দিয়ে বাঁধ তৈরি করে সেই ভাঙন রোধের চেষ্টা করেন।
কখনো সফল হন, কখনো ব্যর্থ। সামর্থ্য অনুযায়ী টাকা দেন তাঁরা। যাঁরা গরিব, তাঁদের অনেকে টাকা দেওয়ার জন্য মুরগি-হাঁস-ছাগল বিক্রি করেন। যাঁদের কোনো উপায় নেই, তাঁরা দিনমজুরির টাকা দেন। কেউ কেউ স্বেচ্ছাশ্রম দেন। দাদন ব্যবসায়ীর কাছে চড়া সুদে টাকা নিয়েও ভাঙন প্রতিরোধমূলক কাজ করা হয়। কখনো স্থানীয় বিত্তশালীদের কিছু সহায়তাও মেলে এসব কাজে।
এ কাজ মূলত সরকারের করার কথা। তিস্তাপারের মানুষের প্রতি সরকারের বিশেষ কোনো দরদ না থাকায় এই কাজ অতীতে হয়নি। যখন ভাঙন তুমুলভাবে শুরু হয়, তখন জরুরি ভিত্তিতে বালুভর্তি কিছু জিও ব্যাগ ফেলা হয়। এতে খুব বেশি লাভ হয় না নদীপারের মানুষের। প্রচলিত আছে, এসব কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের খুব লাভ হয়।
অন্তর্বর্তী সরকারের পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নদীপারের এক গণশুনানিতে তিস্তার ভাঙন প্রতিরোধমূলক কাজের প্রতিশ্রুতি দেন। সেই কাজ মাত্র এক মাসের মধ্যে শুরুও হয়েছে। প্রতিশ্রুত কাজ শেষ হবে দুই বছরে। যেসব স্থান বেশি ভাঙনপ্রবণ, প্রথম পর্বে কেবল সেসব স্থানে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
তিস্তা নদীর ভাঙন রোধে সরকার যে কাজ হাতে নিয়েছে, এতে আগামী বছরও লাগবে। ৪৫ কিলোমিটারের ভাঙনপ্রবণ এলাকা সুরক্ষিত হলে ভাঙন অনেকটাই কমে আসবে। এরপর প্রতিবছর যেসব এলাকায় ভাঙনের আশঙ্কা থাকবে, এগুলো যদি রোধ করা যায়, এতে ক্ষতি কম হবেযেসব পয়েন্টে এ কাজ শুরু হয়নি, তারই একটি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী। কয়েক দিন আগে খবর পেয়েছি, সেখানে স্থানীয় ব্যক্তিরা চাঁদা তুলে ভাঙন রোধের কাজ করছেন।
ঈদুল আজহার ছুটিতে গিয়েছিলাম সরেজমিন দেখতে। রংপুর থেকে মোটরসাইকেলে প্রায় ৪০ কিলোমিটার দূরে ওই স্থানে গিয়ে দেখলাম, স্থানীয় লোকজন নিজেদের টাকায় বালু-মাটি দিয়ে একটি ক্রস বাঁধ তৈরির কাজ করছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, বৈরাতীতে গত তিন বছরে তিন-চার হাজার বাড়ি তিস্তার গর্ভে বিলীন হয়েছে। সরকারিভাবে কোনো সহায়তা সেখানে পাওয়া যায়নি। বাড়ি ভাঙার পর যেখানে বাড়ি করেছেন, সেই স্থানও ভাঙার আশঙ্কায় দিন কাটছে অনেকের।
নদীভাঙন যাতে আর না হয়, সে জন্য তাঁরা একটি ক্রস বাঁধের দাবিতে স্থানীয় ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত দাবি জানিয়েছেন। কেবল তা–ই নয়, রংপুর বিভাগীয় পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে তাঁরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। কিন্তু কোনো ফল হয়নি। এ জন্য তাঁরা নিজেরা উদ্যোগী হয়েছেন ক্রস বাঁধ তৈরির জন্য।
ক্রস বাঁধটি করতে অন্তত ৩০ লাখ টাকা লাগবে। এ বাঁধটি টিকবে কি না, তাঁরা জানেন না। সর্বোচ্চ চেষ্টার অংশ হিসেবে তাঁরা ক্রস বাঁধটি করছেন। সামান্য কিছু টাকা অনুদান পেয়েছেন। যাঁদের বাড়িঘর ও জমি ভাঙার আশঙ্কা আছে, তাঁরা সবাই কিছু টাকা দিয়েছেন। এই টাকা সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে জমানো ছিল না। অনেকেই টাকা ধারদেনা করেছেন।
বৈরাতীতে আবদুর রহিম বলেন, ‘সুদের ওপর টাকা নিয়ে এখানে দিছি।’ সুদের ওপর টাকা নেওয়ার অর্থ হলো, দাদন ব্যবসায়ীর কাছ থেকে টাকা ঋণ নিলে প্রতি মাসে মোটা অঙ্কের যে সুদ দিতে হয়, সেটাকে ‘সুদের ওপর’ টাকা নেওয়া বলে। যাঁরা নদীর পাড়ে সমবেত হয়েছেন, তাঁদের কাছে আরও জানতে পারলাম, ৫১ জনের একটি কমিটি হয়েছে ক্রস বাঁধ করার জন্য।
এই কমিটি স্থানীয় একজন সুদারুর (দাদন ব্যবসায়ীর) কাছ থেকে পাঁচ লাখ টাকা ঋণ নিয়েছেন। সেই ঋণের সুদ হিসেবে প্রতি মাসে ২০ হাজার টাকা দিতে হবে।
ভাঙনের তিন বছরে সেখানে ভাঙন বন্ধে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আবেদন-আন্দোলন তাঁদের কোনো কাজে আসেনি। বিগত সরকারের সময়ে তৎকালীন আওয়ামী লীগের একজন নেতা নাকি সারা বছরে কেবল বালু উত্তোলন করতেন। সেই বালু উত্তোলনের কারণে নদীর ভাঙন তীব্র হয়েছে বলে অনেকে মনে করেন।
অনেকের বাড়ির কাছে এখন তিস্তা চলে আসছে। দিনরাত তাঁরা আপ্রাণ চেষ্টা করে চলেছেন ভাঙন প্রতিরোধ করতে। তিস্তা নদীর ভাঙন রোধে সরকার যে কাজ হাতে নিয়েছে, এতে আগামী বছরও লাগবে। ৪৫ কিলোমিটারের ভাঙনপ্রবণ এলাকা সুরক্ষিত হলে ভাঙন অনেকটাই কমে আসবে। এরপর প্রতিবছর যেসব এলাকায় ভাঙনের আশঙ্কা থাকবে, এগুলো যদি রোধ করা যায়, এতে ক্ষতি কম হবে।
তুহিন ওয়াদুদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং নদী রক্ষাবিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স দ র ওপর র আশঙ ক সরক র র ক রস ব
এছাড়াও পড়ুন:
বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট
অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।
বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।
আরো পড়ুন:
আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা
‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’
বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন।
এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”
হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”
এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।
সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।
রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।
এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।
ঢাকা/শান্ত