অস্ট্রিয়ায় বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৮
Published: 10th, June 2025 GMT
ইউরোপের দেশ অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবারের এ ঘটনায় আরও কয়েকজনের আহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম।
ওই শহরের পুলিশের বরাতে অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন।
পুলিশ জানিয়েছে, শহরটির একটি সড়কে পুলিশি অভিযান চলছে। সেখানে একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। তবে কারা, কেন হামলা চালিয়েছে বা কারা হতাহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিদ্যালয় ভবনটি পুলিশ খালি করে ফেলেছে বলে জানাচ্ছে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সম্প্রচারমাধ্যম।
স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবর, ওই ভবনের শৌচাগারে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তবে ওই ব্যক্তি বন্দুকধারী কি না, সেটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
হতাহতের সংখ্যার বিষয়ে অস্ট্রিয়ার সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঝালকাঠিতে গ্রামীন সড়ক পুননির্মাণের দাবিতে বিক্ষোভ
ঝালকাঠির নলছিটিতে একটি গ্রামীন সড়ক পুননির্মাণের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
সোমবার (২৩ জুন) সকালে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজারের সামনে বরিশাল-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। আন্দোলনকারীরা প্রতাপ বাজার থেকে ঈশ্বরকাঠী আখড়াবাড়ি পর্যন্ত সড়ক পুননির্মাণের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- মিজানুর রহমান, স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান টিটু, রমিন হাওলাদার ও হালিম হাওলাদার।
আরো পড়ুন:
নড়াইলে ভারী বৃষ্টিতে আঞ্চলিক সড়কে ধস
যানজটমুক্ত ঢাকার স্বপ্ন: জুলাই থেকে নামছে ইলেকট্রিক বাস
বক্তারা বলেন, প্রতাপ বাজার থেকে ঈশ্বরকাঠী আখড়াবাড়ি পর্যন্ত তিন কিলোমিটার সড়কের বেহাল দশা। ইট বিছানো ভাঙা এই সড়কে চলাচলে এলাকাবাসীকে ভোগান্তি পোহাতে হয়। বিভিন্ন দপ্তরে কয়েকবার ধরনা দিয়েও সড়ক সংস্কারের কোনো ব্যবস্থা হয়নি। এ কারণে এলাকাবাসী সড়কে নেমে বিক্ষোভ করেছেন। সড়কটি পুননির্মাণের জন্য এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।
ঢাকা/অলোক/মাসুদ