Risingbd:
2025-11-03@14:05:35 GMT

দিল্লিতে হাসিনার সঙ্গে জয়

Published: 11th, June 2025 GMT

দিল্লিতে হাসিনার সঙ্গে জয়

ভারতের রাজধানী দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মায়ের সঙ্গে ঈদুল আজহা উদযাপনের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়া জয় দিল্লিতে গিয়েছেন। এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেদেশের রাজধানী দিল্লির একটি সেফহাউসে অবস্থান করছেন।

আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেছেন, “হাসিনার ছেলে মূলত মায়ের সাথে ঈদ উদযাপন করার জন্য ভারতে এসেছেন। গত বছরের আগস্টে ভারতে আসার পর তিনিই প্রথম অতিথি যিনি তার মায়ের সাথে দেখা করেছেন।” 

নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধের জবাব এখনো পর্যন্ত দেয়নি ভারত। হাসিনার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে বাংলাদেশে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিক্ষোভকারীদের উপর পুলিশি দমন-পীড়নের নির্দেশ দেওয়ার জন্য শেখ হাসিনাকে অভিযুক্ত করেছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।

মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।

আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।

পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।

সম্পর্কিত নিবন্ধ