সড়কের কাজে ‘অনিয়ম’ নিয়ে ফেসবুকে লাইভের সময় সাংবাদিককে ঠিকাদারের গালাগাল
Published: 13th, June 2025 GMT
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটপাতে টাইলস বসানোর কাজে অনিয়ম তুলে ধরার সময় এক সাংবাদিককে অশ্লীল ভাষায় গালাগাল করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে শহরের গুহ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ১৪ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, রাস্তার পাশের ফুটপাতে পুরোনো টাইলস ভেঙে নতুন টাইলস বসানোর কাজ চলছিল। সে সময় দৈনিক কালবেলা পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি ও শ্রীমঙ্গল পর্যটনসেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক এস কে দাশ সুমন সেখানে গিয়ে ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন যে ‘এখানে বালুর পরিমাণ বেশি, সিমেন্ট কম দেওয়া হচ্ছে।’ লাইভের মাঝেই ঠিকাদার কুতুব উদ্দিন সেখানে এসে তাঁকে অশ্লীল ভাষায় গালাগাল করেন। দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ঠিকাদার ঘটনাস্থল ত্যাগ করেন।
এ সময় উপস্থিত লোকজন বলেন, এখানে আগের টাইলসই ভালো ছিল। সেগুলো ভেঙে নতুন করে এভাবে কাজ করা হচ্ছে। বালুর পরিমাণই বেশি দিচ্ছেন ঠিকাদারের লোকজন। এগুলো কেউ দেখছেন না।
এস কে দাশ সুমন বলেন, সকাল থেকেই অনেক লোক ফোন করে বলছিলেন, ‘এখানে অনিয়ম হচ্ছে। তাই আমি প্রমাণ রাখতে ফেসবুকে লাইভে আসি। হঠাৎ ঠিকাদার এসে আমাকে এবং আরও কিছু সাংবাদিককে অশ্লীল ভাষায় গালাগাল শুরু করেন। আমি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
ঠিকাদার কুতুব উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক ইসলাম উদ্দিন বলেন, ‘ফুটপাতে টাইলস বসানোর কাজে অনিয়মের অভিযোগ আমরা খতিয়ে দেখছি। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট ইলস
এছাড়াও পড়ুন:
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার
শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।
ঢাকা/ইকবাল/মেহেদী