দোকানের পাশে বসে থাকা যুবককে গুলি, লাশ না পাওয়ার দাবি পুলিশের
Published: 15th, June 2025 GMT
রাঙামাটির কানাই উপজেলায় দোকানে বসে থাকা আব্দুল হাকিম (২৬) নামে এক যুবকের দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়ার খবর পাওয়া যায়। তবে ঘটনাস্থলে গেলেও লাশের সন্ধান বা কোনো আলমত পায়নি বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার রাইখালী ইউনিয়নের ঘোনিয়া খোলাপাড়ার ফুলতলি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, রোববার পৌনে ১২টার দিকে ১০-১২ জনের অস্ত্রধারী একটি দল দোকানের পাশে বসে থাকা আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলে আব্দুল হাকিমের মৃত্যু হয়। দুর্বৃত্তরা তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর স্থান ত্যাগ করে।
নিহত হাকিম ঘানিয়া খোলাপাড়ার মৃত বাহার আলীর ছেলে। ধারণা করা হচ্ছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লাশ গুম করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা জানান, রোববার ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে কে কারা এ ঘটনা ঘটিয়েছে তিনি জানেন না।
চন্দ্রঘোনা থানার পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। কিন্তু ঘটনাস্থলে কোনো লাশ বা আলামত পায়নি পুলিশ। এমনকি ঘটনাস্থলে স্থানীয়দের সঙ্গে কথা বলতে চাইলেও, তারা কথা বলতে রাজি হয়নি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।
বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি