ঈদের দীর্ঘ ১০ দিনের ছুটি শেষে সূচকের বৃদ্ধি দিয়ে লেনদেন শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। কেনাবেচার পরিমাণও কিছুটা বেড়েছে। তবে তুলনামূলক বেশি সংখ্যক শেয়ারের দর কমেছে।
যদিও ইরান-ইসরায়েল সামরিক সংঘাত ঘিরে দর পতনের শঙ্কা ছিল অনেকের মনে। এ সংঘাত শুরুর পরদিন শুক্রবার বিশ্বের সব বড় শেয়ারবাজারের দর পতন এ শঙ্কাকে উস্কে দেয়। সকাল ১০টায় দিনের লেনদেনের শুরুটাও হয়েছিল সেভাবে। তবে ওই ধারা আধা ঘণ্টার বেশি স্থায়ী হয়নি।
লেনদেন পর্যবেক্ষণে দেখা যায়, দুপুর ১টা পর্যন্ত মিশ্রধারায় চলার পর শেষ ঘণ্টায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারের দর বাড়ে। লেনদেনও বাড়ে শেষাংশে। প্রথম তিন ঘণ্টায় যেখানে ১৫২ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়, সেখানে ১০ মিনিটের ক্লোজিং সেশনসহ শেষ দেড় ঘণ্টায় প্রায় ১১২ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
এদিন ঢাকার শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির শেয়ারের মধ্যে ৩৫২টির কম-বেশি কেনাবেচা হয়। এর মধ্যে ১৩৫টির দর বেড়েছে, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত থেকেছে ৫০টির দর।
দর বৃদ্ধির তুলনায় দর হারানো শেয়ার সংখ্যা বেশি হলেও প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ১৫ পয়েন্ট বেড়ে ৪৭২৪ পয়েন্টে উঠেছে। যদিও লেনদেনের প্রথম ১৫ মিনিটে ২৬ পয়েন্ট হারিয়ে ৪৬৮৩ পয়েন্টে নেমেছিল। পরে লেনদেন শেষ হওয়ার কিছু সময় আগে ওই অবস্থান থেকে ৫১ পয়েন্ট বা আগের কর্মদিবসের তুলনায় ২৫ পয়েন্ট বেড়ে ৪৭৩৪ পয়েন্ট ছাড়িয়েছিল।
তালিকাভুক্ত মেয়াদি মিউচুয়াল ফান্ডের বেশির ভাগ দর হারিয়েছে। ৩৭টি ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে ৩৫টির। এর মধ্যে ছয়টির দর বেড়েছে, কমেছে ১১টির, অপরিবর্তিত বাকি ১৮টির দর।
গতকাল ডিএসইতে ২৬৩ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় সাড়ে ৩৮ কোটি টাকা বেশি। এর মধ্যে ৩২ কোটি টাকার লেনদেন নিয়ে শীর্ষে ছিল লাভেলো।
উৎস: Samakal
কীওয়ার্ড: শ য় রব জ র ল নদ ন
এছাড়াও পড়ুন:
ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।
মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।
আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।
পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।