প্লুটোতে ভিন্ন ধরনের জলবায়ুর খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা
Published: 17th, June 2025 GMT
প্লুটো গ্রহ না বামন গ্রহ, তা নিয়ে বিতর্ক রয়েছে বিজ্ঞানীদের মধ্যে। গ্রহের ধরন নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, প্লুটোর জলবায়ু সম্পর্কে জানতে দীর্ঘদিন ধরেই কাজ করছেন বিজ্ঞানীরা। এরই ধারাবাহিকতায় প্লুটোতে ধোঁয়াশার মতো ভিন্ন ধরনের জলবায়ুর খোঁজ পেয়েছেন তাঁরা। বিজ্ঞানীদের দাবি, প্লুটোর বায়ুমণ্ডলে থাকা ধোঁয়াশা বেশ অদ্ভুত। প্লুটোর জলবায়ু নিয়ন্ত্রণ করছে এই ধোঁয়াশা।
বিজ্ঞানীরা জানিয়েছেন, প্লুটোর ধোঁয়াশা টাইটানের মতো। সেখানে জৈব কণার পাশাপাশি হাইড্রোকার্বন ও নাইট্রিল বরফও রয়েছে। ধোঁয়াশা প্লুটোর বায়ুমণ্ডলীয় ভারসাম্যকে নিয়ন্ত্রণ করছে। এ বিষয়ে ফ্রান্সের প্যারিস অবজারভেটরির জ্যোতির্বিদ টাঙ্গুই বার্ট্রান্ড বলেন, ‘এমন ধোঁয়াশা সৌরজগতে অনন্য। একটি নতুন ধরনের জলবায়ুর খোঁজ দিচ্ছে আমাদের।’
প্লুটোকে একসময় হিমায়িত, বৈশিষ্ট্যহীন মহাজাগতিক বস্তু হিসেবে মনে করা হতো। ২০১৫ সালে নাসার নিউ হরাইজনস মহাকাশযান প্লুটোর পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় সেখানে বরফের সমভূমি ও রুক্ষ পাহাড় প্রথমবারের মতো শনাক্ত হয়। এবার বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা প্লুটোর চারপাশে একটি নীল ও বহু স্তরযুক্ত ধোঁয়াশার খোঁজ পেয়েছেন। পৃষ্ঠ থেকে ৩০০ কিলোমিটারের বেশি ওপরে অবস্থান করছে এই ধোঁয়াশা।
প্লুটোর পৃষ্ঠের গঠন এখনো পুরোপুরি জানা যায়নি। প্লুটোর একটি পাতলা বায়ুমণ্ডল রয়েছে, যা সূর্যকে প্রদক্ষিণ করার সময় জমাট বাঁধে ও গলে যায়। প্লুটোর পাঁচটি পরিচিত উপগ্রহ রয়েছে। এদের মধ্যে ক্যারন, নিক্স, হাইড্রা, কারবেরোস ও স্টাইক্সের গঠন নিয়েও বিস্তারিত তথ্য জানা যায়নি। ২০০৬ সাল থেকে প্লুটোকে বামন গ্রহ হিসেবে পুনর্বিবেচনা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জলব
এছাড়াও পড়ুন:
দুই মাস ফ্রিজে রাখার পর মামুনের মাথায় খুলি পুনঃস্থাপন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় খুলি প্রায় দুই মাস ফ্রিজে সংরক্ষণ করার পর সফলভাবে পুনঃস্থাপন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে অপারেশনের মাধ্যমে খুলি পুনঃস্থাপন করেন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানিয়েছেন, মামুন মিয়ার মাথায় সফলভাবে অপারেশন করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।
গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন মামুন মিয়া।
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম জানিয়েছেন, চবিতে সংঘর্ষের দিন গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে পার্কভিউ হাসপাতালে আনা হয়েছিল। সেই থেকে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। অপারেশনের সময় তার মাখার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর সফল অপারেশনের মাধ্যমে শনিবার মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে মামুনসহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল।
ঢাকা/রেজাউল/রফিক