‘যুদ্ধবিরতির চেয়ে ভালো কিছু’ বলতে কী বুঝিয়েছেন ট্রাম্প
Published: 17th, June 2025 GMT
এয়ারফোর্স ওয়ান কানাডা ত্যাগ করার কিছুক্ষণ পরই উড়োজাহাজে অবস্থানরত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করার জন্য তিনি ওয়াশিংটনে ফিরে যাচ্ছেন না। তিনি এর চেয়ে অনেক বেশি কিছু চান। তিনি ‘যুদ্ধবিরতির চেয়ে ভালো কিছু’ চান।
এর অর্থ কী, তা খোলসা করার জন্য চাপাচাপি করলেও স্পষ্ট করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, ‘একটি সত্যিকার সমাপ্তি’। এর একটি হতে পারে ইরানের পক্ষ থেকে ‘সম্পূর্ণরূপে পরিত্যাগ করা’। ট্রাম্প তাঁর এই অবস্থানে অনড় যে ইরানকে পুরোপুরি তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে।
অবশ্য তার জন্য আরও আলোচনা দরকার। পরবর্তীকালে আলাপচারিতায় ট্রাম্প বলেন, তিনি এখন সমঝোতা আলোচনা চালানোর মতো মেজাজে নেই।
এয়ারফোর্স ওয়ান ওয়াশিংটনে অবতরণের পর ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ইরানের উচিত ছিল ইসরায়েলে হামলা শুরু করার আগে তিনি যে প্রস্তাব দিয়েছিলেন, সেই চুক্তি মেনে নেওয়া।
ট্রাম্প হোয়াইট হাউসে ফিরেছেন। সেখানে আজ সকালেই তিনি তাঁর নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করবেন বলে আগেই জানিয়েছেন।
সামনে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে এখনো অনেক সংশয় রয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামী শুক্র ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) গণস্বাক্ষর সংগ্রহ এবং রবি ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।
এম এ সালাম বলেছেন, “বাগেরহাটের চারটি আসন অক্ষুণ্ন রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমাদের আস্থা আছে, তবে জনগণের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
এর আগে আসন কমানোর প্রতিবাদে জেলা জুড়ে হরতাল, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতে রিট করা হয়েছে।
ঢাকা/শহিদুল/রফিক