ম্যানচেস্টার সিটির নতুন মৌসুম শুরুর আগে ক্লাবের নতুন অধিনায়ক হিসেবে বার্নার্ডো সিলভার নাম ঘোষণা করেছেন পেপ গার্দিওলা। যদিও সাধারণত খেলোয়াড় ও কোচিং স্টাফদের ভোটে অধিনায়ক নির্বাচন করা হয়, তবে এবার সেই প্রক্রিয়া না মেনে নিজেই সিলভাকে অধিনায়ক নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন গার্দিওলা। তার সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে আছেন রুবেন ডিয়াস, রোদরি এবং আর্লিং হালান্ড।

এই মৌসুমটাই হতে পারে বার্নার্ডো সিলভার শেষ মৌসুম, এমন ইঙ্গিত দিয়েছেন এই পর্তুগিজ মিডফিল্ডার। কারণ, ২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকলেও নতুন করে মেয়াদ বাড়ানোর কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন তিনি। ২০১৭ সালে মোনাকো থেকে আসা এই ৩০ বছর বয়সী ফুটবলারের নিজের শৈশবের ক্লাব বেনফিকায় ফেরার গুঞ্জনও রয়েছে।

সিলভা বলেন, ‘‘আমি কী করব সেটা আমি জানি। তবে এখন সেটা বলার সময় নয়। আমি পুরোপুরি সিটির হয়ে এই মৌসুমে ভালো খেলার দিকেই মনোযোগী। সঠিক সময় আসলে তখন এ বিষয়ে কথা বলব।’’

আরো পড়ুন:

চোখের জলে, উষ্ণ অভ্যর্থনায় ম্যানসিটি ছাড়লেন ডি ব্রুইন

ম্যাচ জিতিয়ে মর্মাহত ডি ব্রুইনে জানালেন, চুক্তি নবায়নের প্রস্তাব পাননি

তিনি আরও যোগ করেন, ‘‘আমার চুক্তির আর এক বছর বাকি। তাই পরের মৌসুমে আমি সিটি ছাড়তে পারি। আগেও কিছু সুযোগ এসেছিল, এবারও ছিল। তবে এবার আমি সিদ্ধান্ত নিয়েছি। তার আগ পর্যন্ত আমি ম্যানচেস্টার সিটিতেই থাকছি।’’

গত মৌসুমে ক্লাবের ‘লিডারশিপ গ্রুপ’-এর অংশ ছিলেন বার্নার্ডো। সেখান থেকেই এবার মূল অধিনায়কের ভূমিকায় পদোন্নতি পেলেন তিনি।

গত বছর কাইল ওয়াকারকে অধিনায়ক করা হলেও চলতি মৌসুমে গার্দিওলা নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, গত মৌসুমে কিছু বিষয় তার অপছন্দ হয়েছিল। যা তাকে এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

কাইল ওয়াকার জানুয়ারিতে ধারে ইতালির ক্লাব এসি মিলানে গিয়েছিলেন। তবে চুক্তিটি স্থায়ী করা হয়নি। পাশাপাশি, ক্লাব বিশ্বকাপের স্কোয়াড থেকেও বাদ পড়েছেন তিনি।

গার্দিওলা বলেন, ‘‘এটাই আমার কোচিং ক্যারিয়ারে প্রথমবার আমি নিজেই অধিনায়ক নির্বাচন করেছি। গত মৌসুমে যা যা ঘটেছে তা আমার পছন্দ হয়নি। তাই এবার আমি সিদ্ধান্ত নিয়েছি। মাঝে মাঝে কোচ হিসেবে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয়। এ বছর আমি সেটাই করেছি। চারজন অধিনায়ক ঠিক করেছি, বিশ্বকাপের পর প্রয়োজনে আরও একজন বা দুজনকে যুক্ত করব।’’

প্রথমবারের মতো সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আর্লিং হালান্ড। জানুয়ারিতে দীর্ঘ ১০ বছরের চুক্তিতে সই করেন তিনি। গার্দিওলার বিশ্বাস, ভবিষ্যতে তিনিই হবেন সিটির মূল অধিনায়ক।

‘‘হালান্ড এখনো তরুণ। তবে তাকে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি এখন থেকেই শেখা শুরু করতে হবে,’’ বলেন গার্দিওলা। ‘‘আমার বিশ্বাস সে এখানে আরও বহু বছর থাকবে। একসময় না একসময় সিটিতে সে-ই হবে প্রথম অধিনায়ক।’’

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

৩ দাবিই পূরণ চান অনশনরত জবি শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের লাগাতার অনশন কর্মসূচির মুখে অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে।

তবে এই ঘোষণায় সন্তুষ্ট নন আন্দোলনরত শিক্ষার্থীরা। তিন দফা দাবির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া অনশন ভাঙবেন না বলে জানিয়েছেন তারা।

আরো পড়ুন:

জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা

জকসুর রোডম্যাপ ঘোষণা, নির্বাচন ২৭ নভেম্বর

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে।

রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন। এর আগে আগামী ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন করা হবে এবং কমিশন ১১তম দিনে নির্বাচনী তফসিল ঘোষণা করবে।

রোডম্যাপ ঘোষণার পরও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “আমরা অনশনকারীদের সঙ্গে একমত। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, “আমরা শর্তসাপেক্ষ কোনো ঘোষণা মানব না। আমাদের দাবি ছিল তিনটি—শুধু জকসু নির্বাচন ঘোষণা করে হবে না। তাই অনশন চালিয়ে যাব।”

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব শাহিন মিয়া অভিযোগ করে বলেন, “রোডম্যাপে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বিধি কবে পাস হবে তা স্পষ্ট করা হয়নি। আবারও আমাদের মুলা দেখানোর চেষ্টা চলছে। এজন্য আমরা অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ ঘোষণা; জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ; ক্যাফেটেরিয়ায় ভর্তুকি দিয়ে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে আধুনিক সুবিধা ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু।

এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে তিন দফা দাবিতে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠার প্রায় দুই দশক পর এবারই প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলো। কিন্তু ঘোষণায় অস্পষ্টতা ও শর্ত যুক্ত করার অভিযোগে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ দাবিই পূরণ চান অনশনরত জবি শিক্ষার্থীরা
  • জকসুর রোডম্যাপ ঘোষণা, নির্বাচন ২৭ নভেম্বর
  • অস্ট্রেলীয় সাংবাদিকের প্রশ্নে কেন চটে গেলেন ট্রাম্প, আলবানিজের কাছে নালিশেরও হুমকি দিলেন
  • বাঁশির সুরে বিরহের কষ্ট ভুলতে চান রিকশাচালক শফিকুল
  • ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে
  • সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় পাকিস্তানি তারকা হানিয়া আমির
  • গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল: প্রথমবারের মতো বলল জাতিসংঘ
  • ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া