স্টোর রেন্ট ফাঁকি দিয়ে যন্ত্রপাতি খালাস, প্রতারক চক্রের হোতা গ্রেপ্তার
Published: 18th, June 2025 GMT
স্টোর রেন্ট ফাঁকি দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে যন্ত্রপাতি খালাসের প্রতারণায় জড়িত চক্রের হোতা তৌহিদুল ইসলাম শুভকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার রাজধানীর সোবহানবাগ এলাকায় এ অভিযান চালানো হয়। তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে স্টোর রেন্ট ফাঁকি দেওয়ার প্রক্রিয়ায় জড়িত বলে জানা গেছে।
শুভ নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিতেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে মেজর পদের ভুয়া পরিচয়পত্র, ভিজিটিং কার্ড, আটটি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড, বিভিন্ন ব্যাংকের চেক বই এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়। শুভর বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় প্রতারণাসহ দুটি এবং রাজশাহীর বোয়ালিয়া থানায় প্রতারণার দুটি মামলার তথ্য পাওয়া যায়। এ ছাড়া গোয়ালন্দ থানায় একটি সাজা পরোয়ানাসহ চারটি পরোয়ানার তথ্য পাওয়া গেছে।
সিআইডি জানায়, বসুন্ধরা মাল্টি স্টিল কোম্পানি লিমিটেড মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের জন্য বিশেষ সুবিধায় ১৩৯টি কন্টেইনারে মূল্যবান যন্ত্রপাতি আমদানি করে। তবে যথাসময়ে খালাস না হওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে বসুন্ধরা কোম্পানির প্রায় ৯২ কোটি টাকা স্টোর রেন্ট বকেয়া পড়ে। এর পরিপ্রেক্ষিতে বসুন্ধরা মাল্টি স্টিল কোম্পানী রেন্ট মওকুফের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় বরাবর আবেদন করে। সেটি বিবেচনাধীন থাকাকালে বসুন্ধরা গ্রুপ অব কোম্পানির সিনিয়র ম্যানেজার ফয়েজুর রহমান প্রতারক চক্রের সদস্য আবু হানিফা ও আমিনুল ইসলামের কাছ থেকে একটি রেন্ট মওকুফের চিঠি পান। তিনি সেটি দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে যন্ত্রপাতি খালাসের চেষ্টা চালান। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগাযোগ করে জানতে পারে মওকুফের চিঠিটি জাল। এ বিষয়ে নিশ্চিত হয়ে বন্দর কর্তৃপক্ষ গত ১৫ মে একটি মামলা করে। এরপর সিআইডি চট্টগ্রাম জেলা ও মহানগরের ওপর তদন্তভার ন্যস্ত করা হয়। পরবর্তীতে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সহায়তা ও তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্ত তৌহিদুল ইসলাম শুভকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মামলার পর সিআইডি বিভিন্ন সময়ে এই প্রতারক চক্রে যুক্ত ফয়েজুর রহমান, আবু হানিফা, আমিনুল ইসলাম ও রনি রাজ হোসেনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে হানিফা ও আমিনুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আমিনুলের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ছয়টি মামলা বিচারাধীন এবং রনি রাজের বিরুদ্ধে একটি নারী নির্যাতন ও একটি প্রতারণা মামলার তথ্য পাওয়া যায়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আটক ল ইসল ম আম ন ল স আইড
এছাড়াও পড়ুন:
বাঘাইছড়িতে পাহাড়ধসে সড়কে যান চলাচল বন্ধ
টানা বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের একাধিক স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়েছে। ফলে, বাঘাইছড়ি উপজেলার সঙ্গে অন্যান্য জেলা-উপজেলার সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
রবিবার (৩ আগস্ট) সকালে খবর পেয়ে সেনাবাহিনী, সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচলের উপযোগী করতে কাজ করছেন।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান বলেছেন, মারিশ্যা-দিঘিনালা সড়কের ৯ ও ১৪ কিলো এলাকায় দুই জায়গায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়েছে। খবর পেয়ে সড়ক বিভাগের সদস্যরা সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচলের উপযোগী করতে কাজ শুরু করেছেন। পানির কারণে মাটি সরানোর ইকুইমেন্টগুলো পৌঁছতে একটু সময় লেগেছে। আশা করছি, দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।
আরো পড়ুন:
ফিরছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা
ভারী বৃষ্টিতে পাহাড়ধস, সাজেকে আটকা চার শতাধিক পর্যটক
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আখতার বলেছেন, মাটি সরানোর কাজে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগ কাজ করছে। দ্রুতই এ সড়কে যান চলাচল শুরু হবে।
ঢাকা/শংকর/রফিক