আইনজীবীর সামনে থেকে মক্কেলকে নিয়ে যাচ্ছিল ডিবি, এরপর যা ঘটল
Published: 18th, June 2025 GMT
হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন আসামিরা। হাজিরা শেষে আইনজীবী সমিতির কার্যালয়ে যাওয়ার সময় তাঁদের ঘিরে ফেলে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। তুলে নেওয়ার চেষ্টা করলে বাধা হয়ে দাঁড়ান আইনজীবী। জোর করে নিয়ে যেতে চাইলে আইনজীবীর সঙ্গে ধস্তাধস্তি হয় ডিবির। পরে এক আইনজীবীসহ দুই আসামিকে হেফাজতে নেয় ডিবি। বুধবার বেলা তিনটার দিকে ময়মনসিংহ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
ওই আইনজীবীর নাম রাসেল তালুকদার। গৌরীপুরে ২০১৮ সালের একটি হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী তিনি। মামলার আটজন আসামির সবাই জামিনে আছেন বলে তিনি জানান।
রাসেল তালুকদার প্রথম আলোকে বলেন, আজ শুনানি শেষে মক্কেলদের নিয়ে তিনি আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে গেলে সাদাপোশাকে ডিবি পুলিশের একটি দল আসামিদের নিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিয়ে বলেন, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে এভাবে নিয়ে যেতে পারে না। কিন্তু তারা কোনো কথা শোনেনি। এ সময় ধস্তাধস্তি করে তাঁকে লাঞ্ছিত করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ডিবি হেফাজতে নেওয়া অন্য দুজন হলেন মো.
এদিকে আইনজীবীর সঙ্গে ডিবির ধস্তাধস্তির ঘটনায় উপস্থিত লোকজন ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, আইনজীবীর মক্কেলদের টানাহেঁচড়া করছেন সাদাপোশাকের একদল পুলিশ সদস্য। ডিবি লেখা কোটি পরা কয়েকজন সদস্যও ছিলেন। আইনজীবী বাধা দিতে চাইলে তাঁকেও কয়েকজন আটকানোর চেষ্টা করা হয়। পরে আইনজীবীকে ধরে টেনে ডিবি কার্যালয়ের দিকে নিতে দেখা যায়।
পরে ময়মনসিংহ আইনজীবী সমিতির একটি দল ডিবি কার্যালয়ে যায়। পরে আলোচনা শেষে বিকেল চারটার দিকে ডিবি হেফাজত থেকে আইনজীবীকে ছেড়ে দেওয়া হয়। জেলা আইনজীবী সমিতির সদস্যসচিব সৈয়দ সাদউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, একজন আসামিকে পুলিশ ধরতে চাইলে আইনজীবীর সঙ্গে বাগ্বিতণ্ডা ও ভুল–বোঝাবুঝি হয়। পরে তাঁরা ডিবি পুলিশের কাছে গিয়ে আলোচনা করে আইনজীবীকে নিয়ে এসেছেন।
জেলা ডিবির ওসি মহিদুল ইসলাম বলেন, লিয়ন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাঁকে আটক করা হয়েছে। কোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আজ ঘটনার সময় তাঁর ভাইও সঙ্গে থাকায় তাঁকেও হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘লিয়নকে ধরার সময় আইনজীবী বাধা হয়ে দাঁড়ানোয় বাধ্য হয়ে আইনজীবীকেও আমাদের নিয়ে আসতে হয়েছিল। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইনজ ব র স আইনজ ব ক
এছাড়াও পড়ুন:
দেশজুড়ে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস
দেশের একাধিক এলাকায় ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এ পূর্বাভাস ছিল গত শুক্রবারের। গত মঙ্গলবার ঘূর্ণিঝড় মোন্থা আছড়ে পড়ে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে। আবহাওয়ার বার্তা ছিল, মোন্থার প্রভাবেই হবে এ বৃষ্টি। শুক্রবার উত্তরের জেলা পঞ্চগড়ে ব্যাপক বৃষ্টি হয়। দেশের উত্তরাঞ্চলের একাধিক জেলায়ও বৃষ্টি হয় সেদিন। আর গতকাল শনিবার বৃষ্টি শুধু উত্তরের জেলাগুলোতে সীমাবদ্ধ থাকেনি। রাজধানীসহ দেশের নানা স্থানে অনেকটা বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রোববার বৃষ্টি অনেকটাই কমে যেতে পারে। সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি থাকতে পারে। প্রবল ঘূর্ণিঝড় মোন্থা এভাবে বৃষ্টি দিয়েই নিঃশেষ হলো বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তাঁরা বলছেন, মোন্থা বিদায় নিলেও আগামী দুই দিনের মধ্যে সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আর তাতে আগামী বুধবার থেকে আবার বৃষ্টি হতে পারে। তবে তার পরিমাণ খুব বেশি না-ও হতে পারে।
বরিশাল ও চট্টগ্রাম বিভাগ বাদ দিয়ে গতকাল দেশের প্রায় সর্বত্র বৃষ্টি হয়েছে। মোন্থা মঙ্গলবারই প্রবল থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এরপর তা নিম্নচাপ আকারে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আসতে থাকে। এর প্রভাবে গত দুই দিন দেশের উত্তরাঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়। এর মধ্যে সিরাজগঞ্জের তাড়াশে গতকাল সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় ১৬৬ মিলিমিটার।
যখন কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তখন তাকে ভারী বৃষ্টি বলে। এর চেয়ে বেশি হলে তা হয় অতি ভারী। শুধু তাড়াশ নয়, উত্তরের একাধিক স্থানে গতকাল ভারী বৃষ্টি হয়। এর মধ্যে বগুড়ায় ৯৪, নওগাঁয় ৮৯ ও দিনাজপুরে ৫৬ মিলিমিটার বৃষ্টি হয়।
ময়মনসিংহে গতকাল ৪৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। রাজধানীতে গতকাল দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গতকাল প্রথম আলোকে বলেন, মোন্থা সৃষ্টি হওয়ার কাছাকাছি সময়ে আরব সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়। তাতে মোন্থার গতিপথ বাংলাদেশের উত্তরাঞ্চলমুখী হয়। এটি প্রচুর বৃষ্টি ঝরিয়েছে। আর এভাবেই নিঃশেষ হয়ে গেছে। এর সামান্য রেশ আজ দেখা যেতে পারে। তবে শনিবার রাতেই বেশি বৃষ্টি হবে।
রাজধানীতে শনিবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়