গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল ওয়ালটন ডিজি-টেক
Published: 19th, June 2025 GMT
যুক্তরাজ্যের গ্লোবাল ব্র্যান্ডস ম্যাগাজিনের ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশের ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ বছর ‘মোস্ট ট্রাস্টেড আইটি অ্যান্ড ইলেকট্রনিকস ম্যানুফ্যাকচারার’ বিভাগে এ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। এ পুরস্কার আন্তর্জাতিক অঙ্গনে ওয়ালটন ডিজি-টেকের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতার স্বীকৃতি বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের গ্লোবাল ব্র্যান্ডস ম্যাগাজিন প্রতিবছর বিভিন্ন খাতে দক্ষতা, উদ্ভাবনী শক্তি এবং বিশ্বস্ততার প্রমাণ দেওয়া প্রতিষ্ঠানগুলোকে গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড দিয়ে থাকে। প্রযুক্তি, আর্থিক, শিক্ষা, অটোমোবাইল, জীবনধারাসহ নানা খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোকে দেওয়া এ পুরস্কার একটি আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়ে থাকে।
প্রসঙ্গত, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের অন্যতম বৃহৎ প্রযুক্তি ও ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাংলাদেশে তৈরি ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, মনিটর, প্রিন্টার, ট্যাবলেটসহ প্রযুক্তিনির্ভর নানা পণ্য ও উপাদান স্থানীয়ভাবে উৎপাদন ও বাজারজাত করে আসছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।
মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।
আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।
পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।