দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পৃথক দুটি ট্রেনে কাটা পড়ে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ও দুপুরে চিরিরবন্দর রেলস্টেশন এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বাসুদেবপুর গ্রামের আফজাল হোসেনের স্ত্রী আনজুয়ারা বেগম (৬০) এবং পশ্চিম সাইতাড়া গ্রামের এন্তাজুল হকের ছেলে জিয়াবুর রহমান (৪৩)।

চিরিরবন্দর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, সকাল সাড়ে সাতটায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ২৫ মিনিটে চিরিরবন্দর স্টেশনে পৌঁছায়। এ সময় আনজুয়ারা বেগম ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এরপর দুপুরে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে আটটায় পঞ্চগড় থেকে ছেড়ে এসে বেলা ১১টা ৫৫ মিনিটে চিরিরবন্দর স্টেশনে পৌঁছায়। প্ল্যাটফর্মসংলগ্ন এলাকায় ট্রেনটির নিচে কাটা পড়ে মারা যান জিয়াবুর রহমান। পুলিশ দুটি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল ওয়াদুদ বলেন, নিহত আনজুয়ারা বেগমের পরিবারের সদস্য বলতে কেবল মেয়ে ও মেয়েজামাই রয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। আর জিয়াবুর রহমানের মৃত্যুর ঘটনা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করছে জিআরপি।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘মহানগর’ বানানোর পর আমাকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে: আশফাক নিপুন

ছবি: নির্মাতার সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ