দিনাজপুরে পৃথক দুই ট্রেন দুর্ঘটনায় দুজনের মৃত্যু
Published: 20th, June 2025 GMT
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পৃথক দুটি ট্রেনে কাটা পড়ে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ও দুপুরে চিরিরবন্দর রেলস্টেশন এলাকায় এ দুটি ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বাসুদেবপুর গ্রামের আফজাল হোসেনের স্ত্রী আনজুয়ারা বেগম (৬০) এবং পশ্চিম সাইতাড়া গ্রামের এন্তাজুল হকের ছেলে জিয়াবুর রহমান (৪৩)।
চিরিরবন্দর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, সকাল সাড়ে সাতটায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ২৫ মিনিটে চিরিরবন্দর স্টেশনে পৌঁছায়। এ সময় আনজুয়ারা বেগম ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এরপর দুপুরে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে আটটায় পঞ্চগড় থেকে ছেড়ে এসে বেলা ১১টা ৫৫ মিনিটে চিরিরবন্দর স্টেশনে পৌঁছায়। প্ল্যাটফর্মসংলগ্ন এলাকায় ট্রেনটির নিচে কাটা পড়ে মারা যান জিয়াবুর রহমান। পুলিশ দুটি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল ওয়াদুদ বলেন, নিহত আনজুয়ারা বেগমের পরিবারের সদস্য বলতে কেবল মেয়ে ও মেয়েজামাই রয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। আর জিয়াবুর রহমানের মৃত্যুর ঘটনা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করছে জিআরপি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সে দিন ৪ মিনিট আগে খবর পেয়েছিলেন পাইক্রফট, এরপর দুবাইয়ে যা ঘটেছিল
ম্যাচটা ছিল ভারত–পাকিস্তানের, যেখানে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা। কিন্তু ম্যাচের পর আলোচিত চরিত্র হয়ে গেলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। পাকিস্তানের অভিযোগ—ভারতীয়দের হাত না মেলানোর সেই ঘটনায় নিয়ম ভেঙেছেন পাইক্রফট। তাঁকে সরানোর দাবিও তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
যা একপর্যায়ে পাকিস্তানের এশিয়া কাপ বর্জনের হুমকিতেও গড়ায়, শেষ পর্যন্ত তা না হলেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের পরের ম্যাচটা শুরু হয়েছে এক ঘণ্টার দেরিতে। পরে পিসিবি দাবি করেছে, হাত না মেলানোর ঘটনায় পাকিস্তানের অধিনায়ক ও টিম ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েছেন পাইক্রফট।
কিন্তু ঘটনার শুরু যেখান থেকে, সেখানে আসলে কী ঘটেছিল? পাইক্রফটই কি দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানোর মূল অনুঘটক?
এশিয়া কাপের গ্রুপ ‘এ’-তে ভারত-পাকিস্তান ম্যাচটা ছিল ১৪ সেপ্টেম্বর, দুবাইয়ে। এই ম্যাচের উত্তেজনাই ১৭ সেপ্টেম্বরের পাকিস্তান-আরব আমিরাত ম্যাচ পর্যন্ত গড়িয়েছে। দুই ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি পাইক্রফট।
টানা কয়েক দিনের নাটকীয়তার পর ভারত-পাকিস্তান ম্যাচের সেই বহুল আলোচিত ঘটনার বিস্তারিত তথ্য সামনে আসছে। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি তুলে ধরেছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, টসের ‘চার মিনিট আগে’ বিতর্কের শুরু। টসের সময় দুই অধিনায়কের সঙ্গে ম্যাচ রেফারিও উপস্থিত থাকেন। পাইক্রফট মাঠে প্রবেশের সময় এসিসির ভেন্যু ম্যানেজার তাঁকে জানান, ভারত সরকারের অনুমোদন নিয়ে বিসিসিআই জানিয়েছে, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানের অধিনায়ক সালমান আগা হাত মেলাবেন না।
১৪ সেপ্টেম্বর ভারত–পাকিস্তান ম্যাচের টস। দুই অধিনায়কের ডানে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট