রিতু ও সাজ্জাদের ভালোবাসা পরিবার মেনে নিলে বছর দেড়েক আগে দুজনের বিয়ে হয়। কিন্তু সেই ভালোবাসায় কাল হলো যৌতুক। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য রিতুর উপর চাপ দিতে থাকে সাজ্জাদ। তাকে মদদ দিতে থাকে শাশুড়ি আর দুই ননদ। এ জন্য শারীরিক নির্যাতনও সইতে হয়েছে তাকে। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে রিতু। কিন্তু গর্ভে ৮ মাসের সন্তান নিয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি। 

আজ বুধবার (২ জুলাই) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিতুর মৃত্যু হয়।

রিতুর শ্বশুড়বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে। তার মৃত্যুর পর স্বামীসহ শ্বশুড়বাড়ির লোকজন পলাতক রয়েছেন। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিতুর বাবা মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, ‘‘রিতুর সঙ্গে সাজ্জাদের প্রেমের সম্পর্ক ছিল। আমরা বিষয়টি মেনে নিয়ে দেড় বছর আগে পারিবারিকভাবে দুজনের বিয়ে দেই। কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী, শাশুড়ী ও দুই ননদ রিতুর ওপর শারীরিক নির্যাতন করত। সোমবার সন্ধ্যায় যৌতুকের দাবিতে আমার মেয়েকে নির্যাতন করে তারা। রিতু ওই বাড়ি থেকে পালিয়ে প্রতিবেশীর ঘরে আশ্রয় নেয়। এ সময় তারা আমাদের খবর দিলে আমরা গিয়ে রিতুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। কিন্তু তারপরও শেষ রক্ষা হলো না।’’

‘‘যারা নির্যাতন চালিয়ে আমার মেয়ে ও গর্ভের বাচ্চাকে হত্যা করেছে আমি তাদের বিচার চাই,’’ বলেন রবিউল ইসলাম। 
 

বাদল//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

৩ জুলাই: রেকর্ড ১১০৪ উইকেট নেওয়াদের জন্মদিন

স্যার রিচার্ড হ্যাডলি। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারের আজ ৭৪তম জন্মদিন। ১৯৯০ সালে টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার। ৮৬ টেস্টে ৪৩১ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছিলেন হ্যাডলি।  

শুধু হ্যাডলিই নন, ৩ জুলাই জন্মদিন টেস্টে ৪০০ উইকেট ক্লাবের আরেক সদস্য হরভজন সিংয়েরও। স্যার রিচার্ড হ্যাডলির ২৯ বছর পর ১৯৮০ সালে জন্মগ্রহণ করা ভারতীয় অফ স্পিনার ১০৩ টেস্টে পেয়েছেন ৪১৭ উইকেট।

টেস্টে ৪০০ উইকেট নেওয়া ১৭ বোলারের মধ্যে এই দুজনেরই জন্ম ৩ জুলাই। শুধু এই দুজনই নয়, টেস্টে ১০০ উইকেট নেওয়া আরেক বোলার ইউয়েন চ্যাটফিল্ডের জন্মও ৩ জুলাই। ৩ জুলাই জন্মদিন জিম্বাবুয়ের সাবেক পেসার হেনরি ওলোঙ্গা, পাকিস্তানি অলরাউন্ডার ওয়াসিম রাজা ও বাংলাদেশের সাবেক বাঁহাতি পেসার সৈয়দ রাসেলেরও। আর তাঁরা সবাই মিলে একটি অন্য রকম রেকর্ডও করেছেন।

বাংলাদেশের সাবেক পেসার সৈয়দ রাসেলের জন্মদিনও আজ

সম্পর্কিত নিবন্ধ