গাজীপুরের টঙ্গীতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) বিরূপ মন্তব্য করায় মেজবাহ উদ্দিন না‌মে এক শিক্ষার্থীর চুল কেটে থানায় হস্তান্তর ক‌রে‌ছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় তামিরুল মিল্লাত এর টঙ্গী শাখার ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী মেজবাহ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্য করেন। বিষয়টি প্রথমে জানাজানি না হলেও, সন্ধ্যার দিকে অন্য শিক্ষার্থীদের নজরে আসে। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উত্তেজিত শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষার্থীকে হল রুম থেকে বাইরে এনে চুল কেটে দেন।

ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রসংসদের জিএস সাইদুল ইসলাম বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের দাবি এবং নিরাপত্তা বিবেচনায় নিয়ে আমরা তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করে‌ছি।’

শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ হিফজুর রহমান বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা তাকে পুলিশের কাছে তুলে দেই। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।’

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্ত শিক্ষার্থীকে আদালতে পাঠানো হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ল ই অভ য ত থ ন

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। 

এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।

মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ