মানিকগঞ্জে নকল প্রসাধনী বিক্রি করায় জরিমানা
Published: 3rd, July 2025 GMT
মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর বাজারে জিসান কসমেটিকস নামের এক ব্যবসা প্রতিষ্ঠানকে ত্বক ফর্সাকারী নকল প্রসাধন সামগ্রী বিক্রির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২ জুলাই) সন্ধ্যায় মানিকগঞ্জ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা ইসলাম এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, বুধবার দুপুরের দিকে রাজিবপুর বাজারের ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে নকল সিরাম, সানস্ক্রিন, নাইট ক্রিম, সুটিং জেল ও জুস জব্দ করা হয়। ওই প্রতিষ্ঠানটি পণ্যের বৈধ কাগজ দেখাতে পারেননি এবং অনলাইনে এগুলোকে বিদেশি বলে প্রচার করত। আইন অমান্য করায় ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় জরিমানা ও পণ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।
ভোক্তাদের সুরক্ষায় এমন অভিযান চলবে বলে জানিয়েছেন ফারহানা ইসলাম।
ঢাকা/চন্দন/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নতুন সিনেমায় শাকিব খান, মোশাররফ করিম কি বাদ
দুই দিন ধরেই শোনা যাচ্ছে শাকিব খানকে নিয়ে নাট্য পরিচালক আবু হায়াত মাহমুদ সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, তাঁরা চুক্তিও করেছেন। এর সঙ্গে আরও শোনা যায়, এই পরিচালকের ঘোষণা করা এক বছর আগের একটি সিনেমায় মোশাররফ করিমের চরিত্রেই অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন শাকিব খান। তাহলে কি মোশাররফ করিম বাদ যাচ্ছেন? সিনেমাটি নিয়ে কী হচ্ছে, সেটাই জানালেন পরিচালক।
জানা গেল, নতুন সিনেমায় থাকছেন শাকিব খান। ঈদে ‘তাণ্ডব’ মুক্তির পরে বেশ কিছু সিনেমায় শাকিব খানের চুক্তিবদ্ধ হওয়ার কথা শোনা গেলেও অবশেষে শাকিব খানকে পাওয়া গেল আবু হায়াতের সিনেমায়। সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি। আবু হায়াত বলেন, ‘আমরা বেশ কয়েকবার শাকিব খানের সঙ্গে গল্প নিয়ে বসেছিলাম। তিনি আমাদের গল্প, প্রেক্ষাপট খুবই পছন্দ করেছেন। প্রশংসা করেছেন। যে কারণে তিনি সিনেমা নিয়ে আগ্রহী হন। গতকালই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিই।’
শাকিব খান