চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ সংযোগকৃত মেশিনে বিচালী কাটার সময় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। 

নিহত দুই ভাই আক্তারুজ্জামান (৫০) ও আলম হোসেন (৪০)। তারা উপজেলার হাউলি ইউনিয়নের পুরাতন বাস্তুপুর গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ৩ জুলাই বিকেলে নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগকৃত মেশিনে বিচালী কাটাছিলেন বড় ভাই আক্তারুজ্জামান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বড় ভাই আক্তারুজ্জামানকে উদ্ধার করতে এসে ছোট ভাই আলম হোসেনও বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরিবারের লোকজন আহত দুই ভাইকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.

হেলেনা আক্তার নিপা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র জানান, ঘটনাটি গ্রাম পুলিশের মাধ্যমে শুনেছি। পরিবারের পক্ষ থেকে যদি সাহায্য সহযোগিতার আবেদন করে উদ্ধর্তন কর্মকর্তার সঙ্গে আলাপ করে ব্যবস্থা করা হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ