সাটুরিয়ায় আওয়ামী লীগের ৭ নেতা গ্রেপ্তার
Published: 3rd, July 2025 GMT
মানিকগঞ্জের সাটুরিয়ায় সরকারবিরোধী মিছিল করায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাদের সন্ত্রাসবিরোধী আইনে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
গ্রেপ্তার সাতজন হলেন- ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মন্ডল (৫৫), ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, মো. কায়ছার আহমেদ আজিজ (৫১), সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক, মো. শাহিনুর ইসলাম (৩৯), ধানকোড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শুভ (২২), ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য, বাদল কুমার সরকার (৫৫), ফুকুরহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আফছার উদ্দিন (৬০) ও তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য কেব্বত আলী।
এ বিষয়ে সাটুরিয়া থানার উপ-পরিদর্শক মিঠুন দাস বলেন, গতকাল বুধবার ২ জুলাই ঢাকা আরিচা মহাসড়কে গোলড়া নামক স্থানে সরকারবিরোধী একটি মিছিল বের করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামের নেতৃত্বে। এতে সাটুরিয়া থানার এসআই আবু রায়হান সাটুরিয়া থানায় বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৭ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ম ন কগঞ জ
এছাড়াও পড়ুন:
বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা
বরিশালে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আক্তার ফারুক শাহীনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বরিশালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন বিএনপির পদ স্থগিত থাকা আইনজীবী বিলকিস আক্তার জাহান শিরিন। বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী মামলার পরবর্তী দিন আগামী ১ সেপ্টেম্বর ধার্য করেন ও শাহীনের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। শাহীন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত বছর ১১ আগস্ট ‘বরিশালে ১০ কোটি টাকার পুকুর ভরাটের চেষ্টা বিএনপি নেত্রী শিরিনের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ছিল ষড়যন্ত্রমূলক। তার দাদা ৬৫ বছর পূর্বে পুকুরটি ক্রয় করেছেন। ওয়ারিশ সূত্রে তিনি আধা শতাংশ মালিকও নন। এর মূল্যে কোনোভাবেই ১০ কোটি টাকা হতে পারে না। তাছাড়া পুকুরটি এখন ব্যবহার অযোগ্য। সেটি ভরাটের সঙ্গে তিনি (শিরিন) কোনোভাবেই জড়িত নন।
মামলা করা পর বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে আইনজীবী শিরিন বলেন, ‘সংবাদটি প্রকাশ করে আমার রাজনৈতিক ও পরিবারের সামাজিক ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। একাধিক প্রতিবাদ লিপি দিলেও পত্রিকাটির কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি। ব্যুরো প্রধানকে পর পর দিনটি আইনি নোটিশ দিলেও তিনি জবাব দেননি’।
এ বিষয়ে সাংবাদিক শাহিন বলেন, ‘জাল দলিল সূত্রে পুকুরটির মালিকানা বদল হয়েছে। দালিলিকভাবে সেটি জনস্বার্থে ব্যবহারের জন্য উন্মুক্ত পুকুর। জলাশয় আইনে এটি ভরাট করা অপরাধ। ৫ আগস্টের পর পটপরিবর্তনের পর শিরিনের ভাই শামিম সশরীরে উপস্থিত থেকে পুকুর ভরাট করেন। ভরাট করায় পরিবেশ অধিদপ্তর যে নোটিশ দিয়েছে, তাতেও শিরিনের নামও রয়েছে। মামলার বিষয়টি আদালতে আইনিভাবে মোকাবিলা করা হবে’।