পিএসসি সংস্কার দাবিতে শাহবাগ ‘ব্লকেড’, পুলিশের সঙ্গে হাতাহাতি
Published: 4th, July 2025 GMT
সরকারি কর্মকমিশন (পিএসসি) সংস্কারে ১০ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলনকারীরা শাহবাগ ত্যাগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন রাজু ভাস্কর্যে গিয়ে অবস্থান নেন। পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার রাজুতে অবস্থানের ঘোষণা দেন তারা।
শুক্রবার বিকেলে ‘ছাত্র সমাবেশ’ ব্যানারে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অবস্থানকালে আন্দোলনকারীরা ‘পিএসসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার' ইত্যাদি স্লোগান দেন।
আন্দোলনকারীদের অভিযোগ ৪৪তম, ৪৫তম ও ৪৬তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অনিয়মের ঘটনা ঘটেছে। কিন্তু সরকার এসব বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তারা বিসিএস পরীক্ষার ফলাফলের সঙ্গে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার পূর্ণ নম্বর প্রকাশের দাবিও জানান।
আন্দোলনের অন্যতম সংগঠক বুয়েটের সাবেক শিক্ষার্থী সালেহিন বলেন, দীর্ঘদিন ধরেই পিএসসি সংস্কারের দাবি জানিয়ে আসছেন তারা। আজকের কর্মসূচির মধ্য দিয়ে সেই দাবি আরও জোরালোভাবে উত্থাপন করা হয়েছে।
পুলিশের হামলার অভিযোগ তুলে আন্দোলনকারীরা পরে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা দাবি করেন, শাহবাগে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে পুলিশ বিনা উস্কানিতে লাঠিচার্জ করে, ফলে কয়েকজন আন্দোলনকারী আহত হন। তারা সরকারের কাছে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
এ সময় আন্দোলনকারীরা ঘোষণা দেন, পিএসসি সংস্কার আন্দোলনের ১০ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজু ভাস্কর্যে দিনরাত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প এসস শ হব গ অবস থ ন শ হব গ প এসস
এছাড়াও পড়ুন:
দুই মাস ফ্রিজে রাখার পর মামুনের মাথায় খুলি পুনঃস্থাপন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় খুলি প্রায় দুই মাস ফ্রিজে সংরক্ষণ করার পর সফলভাবে পুনঃস্থাপন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে অপারেশনের মাধ্যমে খুলি পুনঃস্থাপন করেন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানিয়েছেন, মামুন মিয়ার মাথায় সফলভাবে অপারেশন করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।
গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন মামুন মিয়া।
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম জানিয়েছেন, চবিতে সংঘর্ষের দিন গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে পার্কভিউ হাসপাতালে আনা হয়েছিল। সেই থেকে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। অপারেশনের সময় তার মাখার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর সফল অপারেশনের মাধ্যমে শনিবার মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে মামুনসহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল।
ঢাকা/রেজাউল/রফিক