‘ভাত খেতে ৪০০ কিলোমিটার— এটাই ছিল মান্না ভাই’
Published: 5th, July 2025 GMT
নায়ক মান্না— একটা নাম, একটা ইতিহাস। পর্দায় যেমন সাহসী, অফ স্ক্রিনেও তেমন প্রাণোচ্ছল। ঠিক এমনটাই মনে করেন বরেণ্য অভিনেতা জাহিদ হাসান। তার ভাষায়, ‘‘মান্না ভাই ছিলেন বাংলাদেশের জেমস বন্ড।’’
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রয়াত এই জনপ্রিয় নায়ককে নিয়ে আবেগভরা স্মৃতিচারণ করেছেন জাহিদ হাসান। জানিয়েছেন, কীভাবে এক সময়কার আলোচিত ও একনিষ্ঠ এই অভিনেতা তাকে জীবনের নানা মুহূর্তে ছুঁয়ে গিয়েছেন।
“একবার একটি অনুষ্ঠান সঞ্চালনা করছিলাম। তখন বলেছিলাম— মান্না ভাই বাংলাদেশের পিয়ার্স ব্রসনান। তাকে দেখলেই আমার জেমস বন্ড মনে হতো। কথাটাও তাকে বলেছিলাম। হেসে বলেছিলেন, ‘তুই যা বলিস রে!’’—হাসিমুখে স্মরণ করেন জাহিদ হাসান।
জীবনের সেই স্মরণীয় সফরও উঠে আসে কথার ভাঁজে। লন্ডনের এক রাতে 'ভাত' খাওয়ার আকাঙ্ক্ষায় মান্নার যে অভাবনীয় সিদ্ধান্ত, তাতে বিস্মিত হয়েছিলেন জাহিদ হাসান।
“তিন-চার দিন হলো ফাস্ট ফুড খেয়ে চলছি। হঠাৎ রাতের বেলা মান্না ভাই বললেন, ভাইজান, একটু আসেন তো। গিয়ে দেখি উনি একেবারে সিরিয়াস— ভাত খেতে হবে, মাছ দিয়ে ভাত! বললেন, এখানে একটা জায়গা আছে। তারপর আমরা প্রায় ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিলাম শুধু ভাত খাওয়ার জন্য! আমি তো অবাক। বললাম, মান্না ভাই এটা কোনো কথা? উনি বললেন, তুই বুঝবি না, ভাত খাব তো।”
এই ঘটনার কথা স্মরণ করে জাহিদ হাসান বলেন, “এই হলো মান্না ভাই— একজন প্রাণোচ্ছল, রসিক ও জীবনমুখী মানুষ। তার সঙ্গে কাজ করাও আনন্দের, বন্ধুত্ব করাও।”
জাহিদ হাসান আরো বলেন, “আমি সবসময় চাই, আমাদের দেশের শিল্পীরা বড় হোক। তাই যখন বলি মান্না ভাই জেমস বন্ডের মতো, সেটা সত্যিই বলি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে।"
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি নায়ক মান্না। তার শূন্যতা আজও অনুভব করেন সহকর্মী, ভক্ত এবং চলচ্চিত্রপ্রেমীরা।
ঢাকা/রাহাত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মুরাদনগরে গ্রেপ্তার শাহ পরান কারাগারে
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার নারীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার শাহ পরানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার দুপুরে কুমিল্লার আদালতের বিচারক মমিনুল হক এ নির্দেশ দেন। শাহ পরান ধর্ষণ মামলায় গ্রেপ্তার ফজর আলীর আপন ভাই।
পুলিশ জানায়, গত ২৬ জুন রাতে মুরাদনগরে ধর্ষণের অভিযোগে ফজর আলী ও এক নারীকে ঘরের ভেতর মারধর করা হয়। এ সময় তাদের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে এ ঘটনায় ওই নারী মুরাদনগর থানায় প্রথমে ধর্ষণ এবং দু’দিন পর পর্নোগ্রাফি আইনে মামলা করেন। এরই মধ্যে ধর্ষণের মামলায় ফজর আলীকে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। তিনি এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার হন সুমন, রমজান, আরিফ ও অনিক। তারা তিন দিনের পুলিশ রিমান্ডে আছেন।
ওই নারী পরে সাংবাদিকদের বলেন, টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলীর সঙ্গে তাদের পরিবারের পরিচয় হয়। এ সূত্র ধরেই ফজর আলী বাড়িতে ঢুকে তাঁকে ‘ধর্ষণ’ করে। অন্যরা তাঁকে নির্যাতন করে ভিডিও করে।
এর আগে র্যাব গত বৃহস্পতিবার বিকেলে শাহ পরানকে বুড়িচং থেকে গ্রেপ্তার করে শুক্রবার মুরাদনগর থানায় হস্তান্তর করে।
মুরাদনগর থানার ওসি বলেন, রোববার শাহ পরানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। শাহ পরান ভিডিও ভাইরাল করার পরিকল্পনাকারী।