‘ভাত খেতে ৪০০ কিলোমিটার— এটাই ছিল মান্না ভাই’
Published: 5th, July 2025 GMT
নায়ক মান্না— একটা নাম, একটা ইতিহাস। পর্দায় যেমন সাহসী, অফ স্ক্রিনেও তেমন প্রাণোচ্ছল। ঠিক এমনটাই মনে করেন বরেণ্য অভিনেতা জাহিদ হাসান। তার ভাষায়, ‘‘মান্না ভাই ছিলেন বাংলাদেশের জেমস বন্ড।’’
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রয়াত এই জনপ্রিয় নায়ককে নিয়ে আবেগভরা স্মৃতিচারণ করেছেন জাহিদ হাসান। জানিয়েছেন, কীভাবে এক সময়কার আলোচিত ও একনিষ্ঠ এই অভিনেতা তাকে জীবনের নানা মুহূর্তে ছুঁয়ে গিয়েছেন।
“একবার একটি অনুষ্ঠান সঞ্চালনা করছিলাম। তখন বলেছিলাম— মান্না ভাই বাংলাদেশের পিয়ার্স ব্রসনান। তাকে দেখলেই আমার জেমস বন্ড মনে হতো। কথাটাও তাকে বলেছিলাম। হেসে বলেছিলেন, ‘তুই যা বলিস রে!’’—হাসিমুখে স্মরণ করেন জাহিদ হাসান।
জীবনের সেই স্মরণীয় সফরও উঠে আসে কথার ভাঁজে। লন্ডনের এক রাতে 'ভাত' খাওয়ার আকাঙ্ক্ষায় মান্নার যে অভাবনীয় সিদ্ধান্ত, তাতে বিস্মিত হয়েছিলেন জাহিদ হাসান।
“তিন-চার দিন হলো ফাস্ট ফুড খেয়ে চলছি। হঠাৎ রাতের বেলা মান্না ভাই বললেন, ভাইজান, একটু আসেন তো। গিয়ে দেখি উনি একেবারে সিরিয়াস— ভাত খেতে হবে, মাছ দিয়ে ভাত! বললেন, এখানে একটা জায়গা আছে। তারপর আমরা প্রায় ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিলাম শুধু ভাত খাওয়ার জন্য! আমি তো অবাক। বললাম, মান্না ভাই এটা কোনো কথা? উনি বললেন, তুই বুঝবি না, ভাত খাব তো।”
এই ঘটনার কথা স্মরণ করে জাহিদ হাসান বলেন, “এই হলো মান্না ভাই— একজন প্রাণোচ্ছল, রসিক ও জীবনমুখী মানুষ। তার সঙ্গে কাজ করাও আনন্দের, বন্ধুত্ব করাও।”
জাহিদ হাসান আরো বলেন, “আমি সবসময় চাই, আমাদের দেশের শিল্পীরা বড় হোক। তাই যখন বলি মান্না ভাই জেমস বন্ডের মতো, সেটা সত্যিই বলি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে।"
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি নায়ক মান্না। তার শূন্যতা আজও অনুভব করেন সহকর্মী, ভক্ত এবং চলচ্চিত্রপ্রেমীরা।
ঢাকা/রাহাত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন