দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থানের কারণে দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (৯ জুলাই) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়, বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (>৮৮ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে।

অতি ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। একইসঙ্গে ভারী বর্ষণের কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার নগর এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, টানা ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১৪টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে সীমান্তবর্তী ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। পানি বাড়ায় বিভিন্ন সড়ক তলিয়ে গিয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল, দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

আবহাওয়া বিভাগ সতর্কবার্তায়, পাহাড়ি এলাকায় বসবাসরতদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

ঢাকা/হাসান/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এল ক য়

এছাড়াও পড়ুন:

গণঅভ্যুত্থানে গুলি চালানোর নির্দেশ হাসিনা নিজেই দিয়েছিলেন: নাহিদ

গণঅভ্যুত্থানে গুলি চালানোর নির্দেশ শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৯ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গায় এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘‘২০২৪-এ এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটেছিল। আপনারা দেখেছেন, বিবিসি একটি প্রতিবেদন করেছে; গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নিজেই সব গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। গুলিতে নিহত সব হত্যাকাণ্ডের জন্য খুনি হাসিনা ও আওয়ামী লীগ দায়ী।’’

তিনি বলেন, ‘‘বাংলাদেশপন্থি পথ দেখিয়ে গেছেন আবরার ফাহাদ। সেই পথেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আবরার ফাহাদ থেকে আবু সাঈদ সকল শহীদকে আমরা স্মরণ করি। তারা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিল, জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।’’

আরো পড়ুন:

‘শেখ হাসিনাই গুলির নির্দেশ দিয়েছিলেন’ অডিও যাচাই করে বলছে বিবিসি

শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে: প্রেস সচিব 

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ