বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “অপরাধের সাথে জড়িত আওয়ামী লীগের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন এবং তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত।দলগতভাবে জড়িত থাকলে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।”

“বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা এককভাবেই হাজার মানুষকে হত্যার জন্য দায়ী। নির্যাতন নিপীড়নের জন্য তিনি দায়ী। এই বিচার শুরু হয়েছে। আমরা আশাবাদী তিনি ও তার সাথে যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের প্রত্যেকের বিচার হবে।”

বুধবার (৯ জুলাই) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন দলের একজন নেতাকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন:

প্রধানমন্ত্রী-স্পিকারের নামের আগে মাননীয় বাদ দেওয়ার পক্ষে ফখরুল

নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগের সময়ে হত্যা, নির্যাতন, গুম খুনের সবচেয়ে বড় ভিকটিম বিএনপি।”

“যদি দেখা যায় দলগত হিসেবে জড়িত তাহলে অবশ্যই দল হিসেবে তাদের বিচার হবে বলে আমি মনে করি।”

ঢাকা/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম র জ ফখর ল ইসল ম আলমগ র ব এনপ ফখর ল

এছাড়াও পড়ুন:

এভাবে ‘চিকেনপাতুরি’ রান্না করেছেন?

ভাত অথবা রুটির সঙ্গে খেতে পারেন চিকেনপাতুরি। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতেও বেশ ভালো লাগে এই পদ। সহজেই এই পদ তৈরি করা যায়। এর জন্য অল্প কয়েকটি উপকরণ লাগে যেমন—বোনলেস চিকেন, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, লেবুর রস, চিকেন মশলা, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি, তেল ও লবণ। চলুন জেনে নেওয়া যাক চিকেনপাতুরির রেসিপি।

প্রথম ধাপ: চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। এবার একটি পাত্রে সব বাটা মশলা, লবণ, লেবুর রস দিয়ে কয়েক ঘণ্টা ম্যারিনেট করুন। তারপর ফ্রিজের নরমাল চেম্বারে আধাঘণ্টার জন্য রেখে দিন।

আরো পড়ুন:

ওভেন ছাড়াই তন্দুরি চিকেন বানিয়ে নিন

রক্তস্বল্পতা কমায় হাঁসের মাংস

দ্বিতীয় ধাপ: কড়াইতে তেল গরম করে নিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিন।এবার এই পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে দিন ম্যারিনেট করে রাখা মাংসে। তারপর মাংস কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

তৃতীয় ধাপ: মাংস  কষানো হয়ে গেলে কলা পাতার মধ্যে চিকেন ঢেলে দিতে হবে। ভালো করে মুড়িয়ে কলাপাতা সুতা দিয়ে বেঁধে দিন। আলাদা একটা কড়াইতে ভালো করে তেল ব্রাশ করে নিন। মুড়িয়ে রাখা চিকেন তেল মাখানো কড়াইতে বসিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে রাখুন, এভাবে ২০ ঢাকা দিয়ে রান্নাটা করুন।

শেষ ধাপ: আরও ১০ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিন। ব্যাস তৈরি হয়ে গেলো চিকেনপাতুরি।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ