বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “অপরাধের সাথে জড়িত আওয়ামী লীগের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন এবং তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত।দলগতভাবে জড়িত থাকলে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।”

“বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা এককভাবেই হাজার মানুষকে হত্যার জন্য দায়ী। নির্যাতন নিপীড়নের জন্য তিনি দায়ী। এই বিচার শুরু হয়েছে। আমরা আশাবাদী তিনি ও তার সাথে যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের প্রত্যেকের বিচার হবে।”

বুধবার (৯ জুলাই) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন দলের একজন নেতাকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন:

প্রধানমন্ত্রী-স্পিকারের নামের আগে মাননীয় বাদ দেওয়ার পক্ষে ফখরুল

নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগের সময়ে হত্যা, নির্যাতন, গুম খুনের সবচেয়ে বড় ভিকটিম বিএনপি।”

“যদি দেখা যায় দলগত হিসেবে জড়িত তাহলে অবশ্যই দল হিসেবে তাদের বিচার হবে বলে আমি মনে করি।”

ঢাকা/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম র জ ফখর ল ইসল ম আলমগ র ব এনপ ফখর ল

এছাড়াও পড়ুন:

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার

শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।

ঢাকা/ইকবাল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ