নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যালয় থেকে ফেরার পথে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার ভুক্তভোগীর মা সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার বিষয়টি জানাজানি হয়।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলার জামপুর ইউনিয়নের মো. আব্দুল্লাহ, লাল চান মিয়া ও ফয়েজ ভূঁইয়া।

ভুক্তভোগীর ভগ্নিপতি ও পুলিশ সূত্রে জানা যায়, সপ্তাহ দুয়েক আগে ওই শিক্ষার্থী বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। এ সময় মো.

আব্দুল্লাহ জোর করে ওই শিক্ষার্থীকে সড়ক থেকে তুলে নিয়ে একটি কক্ষে আটকে ফেলেন। পরে তার দুই বন্ধুকে মুঠোফোনে ডেকে আনেন। পরে তিনজন মিলে হাত–পা বেঁধে পালাক্রমে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। ধর্ষণের পর ভুক্তভোগীকে তাঁরা ছেড়ে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হতদরিদ্র পরিবারটির সদস্যরা ঘটনাটি স্থানীয় দুই ব্যক্তিকে জানান। তাঁরা ঘটনাটি মীমাংসার আশ্বাস দেন। প্রায় দুই সপ্তাহ পরেও কোনো সুরাহা না পেয়ে সোমবার ওই শিক্ষার্থীর মা সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগীর ভগ্নিপতি বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমরা গরিব মানুষ। আইন–আদালত বুঝি না। গ্রামের মাতবরেরা মীমাংসার কথা বইলা কোনো ব্যবস্থা নেয় নাই। সোমবার আমরা সোনারগাঁ থানায় গেলে একটা লিখিত অভিযোগ রাখা হয়। পরে আমাদের তালতলা ফাঁড়িতে পাঠানো হয়।’

অভিযোগের তদন্ত কর্মকর্তা তালতলা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, বুধবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাদী ও তাঁর পরিবারের কাউকে তিনি বাড়িতে পাননি। ঘটনার মীমাংসার চেষ্টার বিষয়ে তাঁর জানা নেই।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, তদন্তের দায়িত্বে থাকা এসআইকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ন রগ

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ