দেশের ক্রিকেট হঠাৎ করেই বাজার হারাচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত টেস্ট সিরিজ বিক্রি হয়নি। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজের টিভি সম্প্রচার স্বত্ব কিনতে চেয়ে আগ্রহ দেখিয়েছে একটি মাত্র প্রতিষ্ঠান টোটাল স্পোর্টস। পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠেয় টি২০ সিরিজের জন্য ভিত্তি মূল্যও দিতে চায়নি তারা। এ পরিস্থিতি দেখে হতবাক বিসিবি কর্মকর্তারা।
জানা গেছে, জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রচার স্বত্বের জন্য সাকল্যে পৌনে ৩ কোটি টাকার মতো দিতে রাজি ছিল টোটাল স্পোর্টস। যদিও টাকা বাড়ানোর জন্য অনুরোধ জানিয়ে টোটাল স্পোর্টসকে ই-মেইল দিয়েছিল বিসিবি। কিন্তু তারা টাকা বাড়াতে রাজি হয়নি। শেষ পর্যন্ত ২ কোটি টাকায় দেশিয় একটি কোম্পানির কাছে বাংলাদেশের অভ্যন্তরে সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে বিসিবি। আর টোটাল স্পোর্টস আন্তর্জাতিক সম্প্রচার স্বত্ব কিনেছে ১ কোটি ২৩ লাখ টাকায়।
জাতীয় দলের সিরিজের টিভি স্বত্ব দুই বছরের জন্য বিক্রি করতে চেয়েছিল বিসিবি। যেখানে পাকিস্তান ছাড়াও ভারতের বিপক্ষে তিনটি করে টি২০ আর ওয়ানডে ম্যাচ ছিল। কিন্তু রাজনৈতিক টানাপোড়নের কারণে ভারত ২০২৫ সালের আগস্টের পরিবর্তে ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে বলে জানিয়েছে। এ বাস্তবতায় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজটি আলাদা করে বিক্রির উদ্যোগ নেয় ক্রিকেট বোর্ড।
আন্তর্জাতিক বিজ্ঞাপন দেওয়া হলে শুধু টোটাল স্পোর্টস বিডে অংশগ্রহণ করে। দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস বা কনসোর্টিয়াম সিরিজটি কিনতে আগ্রহ দেখায়নি। এতে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ বিক্রি থেকে আয়ের সুযোগ দেখছে না বিসিবি। ফলে বাধ্য হয়ে বিকল্প পথে হাঁটতে হয় বিসিবিকে। এতে সিন্ডিকেট পরোক্ষে লাভবান হতে পারে বলে মনে করা হচ্ছে।
এ ব্যাপারে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘যেহেতু বিডে ভিত্তি মূল্যও পাওয়া যায়নি, তাই সেটাকে বাতিল করে যে প্রতিষ্ঠাগুলো ফরম নিয়েছিল, আলোচনার মাধ্যমে তাদের কাছ থেকে ভালো টাকা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিসিবির আইনজীবী আইনগত দিকটি দেখছেন। আশা করি, ভালো টাকা পাওয়া যাবে।’
জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রচার আলাদা করে বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিল বিসিবি। দেশের ভেতরে স্বত্ব ৪ কোটি টাকা ভিত্তি মূল্য ছিল। আর আন্তর্জাতিক বাজার মিলিয়ে পৌনে ৮ কোটি টাকা ন্যূনতম মূল্যে সিরিজটি বিক্রি করতে চেয়েছিল বিসিবি।
জানা গেছে, খোদ পাকিস্তানি চ্যানেলও ভিত্তি মূল্য দিতে রাজি হয়নি। সেখানে টোটাল স্পোর্টস জাতীয় ও আন্তর্জাতিক প্যাকেজের জন্য পৌনে ৩ কোটি টাকা দিতে চেয়েছে। বিসিবি কর্মকর্তারা জানান, এ টাকায় টিভি প্রডাকশন খরচও হবে না। সে কারণে বিকল্প পথের খোঁজ করা হচ্ছে।
জাতীয় দলের সিরিজ কিনতে দেশের টিভি চ্যানেলগুলো কেন অনিচ্ছুক– জানতে চাওয়া হলে নাম প্রকাশ না করার স্বার্থে একটি ইভেন্ট ম্যানেজমেন্টের মালিক পক্ষ থেকে বলা হয়, ‘প্রথমত, তারকাশূন্য হয়ে পড়েছে জাতীয় দল। দ্বিতীয়ত, সম্প্রতি দেশে-বিদেশে ম্যাচ জিততে পারছেন না লিটন কুমার দাসরা। এ ছাড়া দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীল না থাকা ক্রিকেটের বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে।’
বিসিবি আন্তর্জাতিক মার্কেটিং এজেন্সি দিয়ে টিভি স্বত্বের আর্থিক বাজার পর্যালোচনা করে প্রস্তাবনা দিলেও তাতে নির্ভর করেনি বোর্ড। প্রস্তাবিত মূল্যের চেয়ে অনেক কমে খেলা বিক্রি করতে রাজি হয়েও গ্রাহক পাচ্ছে না বিসিবি, দেশের ক্রিকেটের জন্য যেটা দুশ্চিন্তার কারণ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ট ২০ স র জ ট ট ল স প র টস র জন য
এছাড়াও পড়ুন:
সংসার ভাঙছে নয়নতারার?
ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। ৩ বছর আগে পরিচালক বিগনেশ শিবানকে বিয়ে করেন এই অভিনেত্রী। দাম্পত্য জীবনের চতুর্থ বর্ষে পা দিয়েছেন এই যুগল। এরই মাঝে গুঞ্জন চাউর হয়েছে, ভেঙে যাচ্ছে নয়নতারা-বিগনেশের সংসার।
গত কয়েক দিন ধরে নয়নতারা-বিগনেশের বিবাহবিচ্ছেদের চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। এ অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু পোস্ট দিয়েছেন, সেসবকে কেন্দ্র করে বিচ্ছেদের গুঞ্জনের সূচনা। নয়নতারার আবেগপ্রবণ এসব বার্তা নিজের বিচ্ছেদের গুঞ্জনের আগুনে ঘি হিসেবে কাজ করছে।
একটি পোস্টে নয়নতারা লেখেন, “বোকাকে বিয়ে করা ভুল।” অন্য পোস্টে নয়নতারা লেখেন, “পুরুষেরা কখনো পরিণত হয় না।” আরেকটি পোস্টে নয়নতারা লেখেন, “আমাকে একা থাকতে দাও, আমি ক্লান্ত।” নয়নতারার এসব বার্তা দ্রুত নেটিজেনদের নজর কাড়ে। কেবল তাই নয়, দুইয়ে দুইয়ে চার মেলাতেও ভুল করেন না তারা। ভক্ত-অনুরাগীরা বিশ্বাস করতে শুরু করেন—“ ভেঙে যাচ্ছে তাদের প্রিয় তারকার সংসার।”
আরো পড়ুন:
প্রথম প্রেম এখনো বয়ে বেড়ান আনুশকা
১১৩৫ কোটি টাকা বাজেটের সিনেমায় আল্লুর বিপরীতে রাশমিকা!
নয়নতারা-বিগনেশের সংসার ভাঙা নিয়ে জোর চর্চা এখনো সোশ্যাল মিডিয়ায় চলছে। কিন্তু এ দম্পতির কেউই পরিষ্কারভাবে কোনো কিছু বলেননি। তবে নয়নতারা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দিয়েছেন। তাতে দেখা যায়, সবুজ ঘাসের ওপরে চাদর বিছিয়ে শুয়ে আছেন বিগনেশ। তার পিঠের ওপরে বসে আছেন নয়নতারা। তারা দুজনেই গভীর ভাবনায় মগ্ন।
এ ছবিতে নয়নতারা লেখেন—“আমরা যখন আমাদের নিয়ে পাগলাটে নিউজ দেখি, তখন আমাদের প্রতিক্রিয়া।” নেটিজেনরা এটিকে ইঙ্গিতপূর্ণ পোস্ট বলছেন। তাদের ভাষ্য—“নয়নতারা এই বক্তব্যের মাধ্যমে বিবাহবিচ্ছেদের গুঞ্জন উড়ালেন।”
২০০৮ সালে অভিনেতা, পরিচালক, কোরিওগ্রাফার প্রভু দেবার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন নয়নতারা। ২০১০ সালে প্রভু দেবার স্ত্রী লতা এ বিষয়ে পারিবারিক আদালতে পিটিশন দায়ের করেন। একই বছর স্ত্রী লতার সঙ্গে প্রভু দেবার বিচ্ছেদ হয়। ২০১২ সালে নয়নতারা জানান, প্রভুদেবার সঙ্গে তিনি আর সম্পর্কে নেই।
২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে বিগনেশ শিবানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান নয়নতারা। ৭ বছর চুটিয়ে প্রেম করার পর ২০২২ সালের ৯ জুন আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধেন এই দম্পতি। একই বছর সারোগেসির মাধ্যমে জমজ পুত্র সন্তানের বাবা-মা হন তারা।
২০০৩ সালে মালায়ালাম ভাষার ‘মনসিনাক্কা’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে অভিষেক ঘটে নয়নতারার। এরপর অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন তিনি। বর্তমানে বিভিন্ন ভাষার ৯টি সিনেমার কাজ নয়নতারার হাতে রয়েছে। এর মধ্যে তামিল ও মালায়ালাম ভাষার দুটো সিনেমার শুটিং শেষ করেছেন। বাকি ৭টি সিনেমার দৃশ্যধারণের কাজ চলছে।
ঢাকা/শান্ত