কখনো হৃদয়ের ব্যাকুলতা, অভিমান; কখনো দ্রোহ, প্রেম আর বিরহ—আষাঢ়ের ঝলমলে সন্ধ্যায় হৃদয় নিংড়ে সুরের মায়াজাল ছড়ালেন রবীন্দ্রসংগীতশিল্পী শামা রহমান। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশের কবিতার ছন্দে তাঁকে সঙ্গ দিলেন অভিনেতা, নির্দেশক আফজাল হোসেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে ‘মায়া-বাদল দিনের প্রথম কদম ফুল’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ। গান ও কবিতার যুগলবন্দীতে তন্ময় ছিলেন দর্শকেরা। সুর আর ছন্দের মূর্ছনা ছড়ালেন শামা ও আফজাল।
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই হোটেলটির বলরুম পূর্ণ হতে থাকে। তখন সন্ধ্যা ছয়টা, মঞ্চের সব আলো নিভে গেছে। মিলনায়তনজুড়ে ঘনঘোর অন্ধকার। চারপাশে মেঘ গুড়গুড় শব্দ। মেঘভাঙা বৃষ্টির ছন্দের তালে ছাতা হাতে মঞ্চের সামনে এলেন উপস্থাপক সারাহ আলম।
তিনি বললেন, ‘এই বাদল সন্ধ্যায়, যখন জানালার কাচে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে, তখন হৃদয়জুড়ে কদম ফুলের ঘ্রাণ, ঠিক তখনই শুরু হচ্ছে মায়া–বাদল দিনের প্রথম কদম ফুল।’
গান ও কবিতার যুগলবন্দীতে তন্ময় ছিলেন দর্শকেরা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও যানবাহন চালকরা। বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৯ টা থেকে এ প্রতিবেদন লিখা পর্যন্ত সড়কে যানজট রয়েছে।
সরেজমিনে, মহাসড়কের ঢাকামুখী লেনের লাঙ্গলবন্দ থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ একই স্থানে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছেন, লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা খুব খারাপ গাড়ি ঠিকমতো যেতে পারছে না তাই এই যানজট সৃষ্টি হয়েছে।
শনিআখরা যাবেন শহিদুল ইসলাম, তিনি দীর্ঘ ১ ঘণ্টা ধরে মোগরাপাড়ায় যানজটে আটকে আছেন। তিনি বলেন, গাড়ি নড়াচড়া করছে না। শুনলাম লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা নাকি খুব খারাপ।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা খুব খারাপ গাড়ি ঠিকমতো যেতে পারছে না তাই এই যানজট সৃষ্টি হয়েছে। আমাদের পুলিশ কাজ করছে আশা করি কিছুক্ষণের মধ্যে যানজট ছুটে যাচ্ছে।