ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। আজ শনিবার মার্কিন সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপের ২৭ দেশের জোট ইইউ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। জোটের নেতারা সম্প্রতি আশা প্রকাশ করে বলেছিলেন, ১ আগস্টের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পরবেন। এরই মধ্যে ইইউর ওপর চড়া শুল্ক আরোপ করলেন ট্রাম্প। বাণিজ্যিক অংশীদারেরা পাল্টা পদক্ষেপ নিলে তাদের ওপর শুল্কের হার আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র ১ আগস্ট থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের ওপরও নতুন শুল্ক আরোপ করবে বলে গত কয়েক দিনে জানিয়েছেন ট্রাম্প। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ছোট ছোট বাণিজ্য অংশীদার আরও বেশ কয়েকটি দেশকে নতুন শুল্কহার উল্লেখ করে চিঠি দিয়েছে তাঁর প্রশাসন। এই দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে।

শুল্কের বিষয়ে গতকাল শুক্রবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনকে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লেখেন, ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য দীর্ঘ সময় ছিল। যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে যে ইইউর শুল্ক নীতি এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতার কারণে সৃষ্টি হওয়া দীর্ঘমেয়াদি বাণিজ্যঘাটতি থেকে ওয়াশিংটনকে সরে আসতে হবে।

গত ২ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। সে সময় ইইউর ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন তিনি। পরে বাণিজ্য নিয়ে আলোচনার সুযোগ দিয়ে বিভিন্ন দেশের ওপর আরোপ করা পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময়সীমা ৯ জুলাই শেষ হয়েছে।

এই সময়ের মধ্যে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছেন ইইউর নেতারা। তবে ৯ জুলাই পেরিয়ে গেলেও আলোচনায় তেমন কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দিয়েছিলেন ট্রাম্প।

আরও পড়ুনকানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প১১ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল ২৩৫ বিলিয়ন ডলারের বেশি। এই বাণিজ্যঘাটতি কমাতেই মূলত পাল্টা শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। নতুন শুল্কহার নিয়ে চিঠি পাওয়ার পর ইউরোপীয় কমিশনের প্রধান বলেছেন, ১ আগস্টের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছেন তাঁরা। আর শুল্ক আরোপের পর মেক্সিকো বলেছে, ‘এটি অন্যায্য।’

আরও পড়ুনব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ১০ জুলাই ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র র শ ল ক আর প র শ শ ল ক আর প ইউর প য় ১ আগস ট র ওপর

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ