বলিউড অভিনেত্রী সুরভীন চাওলা নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন সম্প্রতি। কাস্টিং কাউচ সংস্কৃতি কতটা বিষাক্ত ও মানসিকভাবে ভেঙে দেওয়ার মতো হতে পারে, তা তুলে ধরেছেন এক খোলামেলা সাক্ষাৎকারে। অভিনেত্রী জানিয়েছেন, কাজের সুযোগ হারানোর ঝুঁকি নিয়েও তিনি আপস করেননি, আর সেই সিদ্ধান্তই একসময় তাঁকে তলানিতে নিয়ে যায়।
‘কাস্টিং কাউচ যেন ট্রেন্ড হয়ে গিয়েছিল’

সিদ্ধার্থ কাননের ইউটিউবের চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে সুরভীন বলেন, ‘একটা সময় ছিল, যখন সবকিছুই কাস্টিং কাউচকে ঘিরে। এতটাই নোংরা ছিল, বাইরে বের হওয়ার ইচ্ছাই হতো না। মনে হতো, আর নয়, আমি এটা করতে চাই না।’

সুরভীন চাওলা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি 

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামী শুক্র ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) গণস্বাক্ষর সংগ্রহ এবং রবি ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।

এম এ সালাম বলেছেন, “বাগেরহাটের চারটি আসন অক্ষুণ্ন রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমাদের আস্থা আছে, তবে জনগণের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

এর আগে আসন কমানোর প্রতিবাদে জেলা জুড়ে হরতাল, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতে রিট করা হয়েছে।

ঢাকা/শহিদুল/রফিক

সম্পর্কিত নিবন্ধ