ফিলিপাইনের মানুষ কেন বন্যার পানিতে প্লাবিত গির্জায় বিয়ে করছেন
Published: 24th, July 2025 GMT
বিয়ের দিনে সাধারণত যেমন দৃশ্য দেখা যায়, সেটি ঠিক তেমনই এক মুহূর্ত ছিল।
জ্যামাইকা আগুইলার তাঁর বাবার হাত ধরে গির্জার মাঝের খালি পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁর পরনে ছিল সাদা গাউন ও মাথার ওপর থেকে মুখ পর্যন্ত লম্বা হালকা কাপড়, যা ওই ঐতিহাসিক গির্জার সঙ্গে পুরোপুরি মানানসই হয়েছিল।
তবে একটি বিষয়ে পার্থক্য ছিল। তিনি ও তাঁর সব অতিথি হাঁটুপানিতে দাঁড়িয়ে ছিলেন। মৌসুমি বৃষ্টি ও টাইফুনের ফলে সৃষ্ট ভারী বর্ষণে গির্জাটি পানিতে প্লাবিত হয়ে গিয়েছিল।
তবুও নবদম্পতি থেমে যাননি। তাঁরা বললেন, ‘চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আমরা আসল বিষয়গুলোর ওপরেই মনোযোগ দিয়েছিলাম।’
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উত্তরের বারাসোয়াইন গির্জায় অনুষ্ঠিত এই বিয়ের ছবি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এটি আবারও দুর্যোগের মুখে ফিলিপিনোদের অদম্য মনোভাবকে তুলে ধরল।
কিন্তু অবাক করা ব্যাপার হলো, এমন বিয়ের ঘটনা এবারই প্রথম ঘটেনি।
দুই বছর আগেও এক দম্পতি ঠিক একই গির্জায় একই সময়ে পানিতে প্লাবিত মেঝে দিয়ে হেঁটে বিয়ে করেছিলেন। এমনকি ২০১৮ সালেও ম্যানিলার উত্তরের বুলাকান প্রদেশের এক গির্জায় পানির মধ্যেই বিয়ে হয়েছিল।
এসব ঘটনা শুধু সাহস বা সংকল্পের পরিচয় নয়। বরং এসব ঘটনা আবারও সামনে এনেছে গভীর এক সমস্যাকে। প্রবল বৃষ্টিপাতে ঘন ঘন দেখা দেওয়া বন্যায় লাখ লাখ মানুষের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
পুরোনো পানিনিষ্কাশনব্যবস্থা, অপরিকল্পিত শহরায়ণ এবং ক্রমবর্ধমান বিরূপ আবহাওয়ার কারণে এই সমস্যা আরও গুরুতর হয়েছে।
বিয়ের পরই অ্যান্টিবায়োটিক২৭ বছর বয়সী কনে বলেন, তাঁর বিয়ের সবচেয়ে কঠিন সময় ছিল আগের রাতটা, যখন তাঁরা ভাবছিলেন বিয়ে চালাবেন কি না।
বিয়ের আয়োজকেরা আগেই সতর্ক করেছিলেন—বৃষ্টি আরও বাড়বে।
কনে বলেন, ‘আমাদের জন্য এটি ছিল সবচেয়ে কঠিন সিদ্ধান্ত—বিয়েটা বাতিল করব, নাকি পিছিয়ে দেব? আমি প্রায় বাতিল করেই দিচ্ছিলাম।’
কনে বলেন, তবে শেষে তাঁরা সিদ্ধান্ত নেন, যাই হোক বিয়েটা করতেই হবে।
বর জেড রিক ভার্ডিলো বলেন, ‘চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আমরা গুরুত্ব দিয়েছি আমাদের সম্পর্ক আর যাঁরা আমাদের ভালোবাসেন তাদেরকে। বিয়ের পর তাঁরা দুজনেই ছিলেন অত্যন্ত আনন্দিত।’
বিয়ের পরপরই স্বামী-স্ত্রী হিসেবে প্রথম কাজটি ছিল ডক্সিসাইক্লিন নামে অ্যান্টিবায়োটিক খাওয়া। এই ওষুধ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া গেছে। এই ওষুধটি পানিবাহিত রোগ লেপ্টোস্পাইরোসিস প্রতিরোধে দেওয়া হয়। পানিবাহিত এই রোগ যকৃতে আক্রমণ করতে পারে।
বিয়ের কয়েক ঘণ্টা পরই সেই একই বারাসোয়াইন গির্জায় আরেকটি অনুষ্ঠান হলো—একটি শেষকৃত্য। সেখানে সাদা কফিনটি রাখা ছিল স্টিল্টের (উঁচু কাঠের পাটাতন) ওপর।
এই পরিবেশে বিয়ে বেশ উপভোগ করেছেন বলে জানালেন বর: বারাসোয়াইন গির্জা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।