আমাকে খারাপভাবে স্পর্শ করত, তিক্ত অভিজ্ঞতা নিয়ে জনি লিভারের কন্যা
Published: 25th, July 2025 GMT
হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় কমেডিয়ান জন প্রকাশ রাও জানুমালা। সিনেমাপ্রেমীরা যাকে জনি লিভার নামেই চেনেন। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের বাবা জনি। মেয়ের নাম জেমি লিভার ও ছেলের নাম জেসি লিভার।
বাবার পথ অনুসরণ করে অভিনয়ে নাম লেখিয়েছেন জেমি লিভার। বেশ কটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। কয়েক দিন আগে জুম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে শৈশবের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন জেমি।
জেমি লিভার বলেন, “পুরুষেরা খুব সাধারণভাবে এমন সব কাজ করেন, যা নারীদের মনে গভীর ক্ষত তৈরি করে। শৈশবে স্কুলের বাসে যাতায়াত করতাম। সেই বাসের কনডাক্টর বাচ্চাদের সঙ্গে আপত্তিকর আচরণ করতেন। খারাপভাবে স্পর্শ করতেন। আমার সঙ্গেও প্রায় এমনটা ঘটতে চলেছিল।”
আরো পড়ুন:
দাম বাড়ালেন জাহ্নবী!
বাবা আমাকে মূল্যহীন ভাবতেন, প্রচণ্ড মারধর করতেন: রবি
নিজের সঙ্গে ঘটা ঘটনার বিষয়ে জেমি বলেন, “শিশুরা তো বুঝতেই পারে না, তাদের সঙ্গে ঠিক কী ঘটছে। আমি বুঝেই উঠতে পারিনি তখন আমার সঙ্গে ঠিক কী ঘটেছিল। ওই ব্যক্তি কেন এভাবে আমাকে আঁকড়ে ধরেছিল। কেন নিজের দিকে টেনে নিয়েছিল। তখন তো বুঝতেই পারিনি।”
এই ঘটনাগুলো জেমির কাছে দুঃস্বপ্নের মতো। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “এই ঘটনাগুলো দুঃস্বপ্নের মতো। পরে বুঝতে পারি, সেই স্পর্শগুলোর কী অর্থ। স্কুল বাস তো শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ হওয়ার কথা। নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব স্কুল বাসের।”
বাবার মতো মেয়ে জেমিও দারুণ মেধাবী। ৩৬ বছর বয়সী জেমি লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টার থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। যখন পেশা বেছে নেওয়ার সময় আসে, তখন মোটা বেতনে কোনো করপোরেট প্রতিষ্ঠানে চাকরি খোঁজেননি। বরং বাবার মতো কৌতুককেই নিজের পরিচয় আর পেশা হিসেবে গ্রহণ করেন।
তারকাসন্তান হিসেবে সুবিধা নেননি জেমি। বরং নিজস্বতা দিয়ে ভক্তদের মন জয় করেছেন। গায়ের রং শ্যামবর্ণের হলেও নিজের মাধুর্য দিয়ে দর্শকের মন জয় করেছেন। ২০১৫ সালে ‘কিস কিস কো পেয়ার কারু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে জেমির। এরপর ‘হাউজফুল ফোর’, ‘ভূত পুলিশ’, ‘ইয়াত্রি’ সিনেমায় অভিনয় করেন জেমি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র কর ছ ন
এছাড়াও পড়ুন:
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার
শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।
ঢাকা/ইকবাল/মেহেদী