নরসিংদীর রায়পুরা উপজেলায় আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে শরিফ উদ্দিন নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের দৌলতকান্দি রেলস্টেশনসংলগ্ন সূর্যের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক শরিফ উদ্দিন (৩০) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

দৌলতকান্দি স্টেশনমাস্টার মানিক হোসেন জানান, গতকাল রাত আটটার দিকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দৌলতকান্দি রেলস্টেশনসংলগ্ন সূর্যের মোড় এলাকা পার হচ্ছিল। ওই সময় ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই যুবক। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ওই যুবক ট্রেনের ছাদ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন বলে জানান রায়পুরার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নুরউদ্দীন জাহাঙ্গীর। তিনি বলেন, হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। লাশ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহুরুল ইসলাম বলেন, ওই যুবকের পরিবারের সদস্যরা খবর পেয়ে ফাঁড়িতে যান। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

চিকিৎসার অভাবে শ্রমিক মৃত্যুর অভিযোগ, বন্দরে মহাসড়ক অবরোধ

অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়া, চিকিৎসার অভাবে মৃত্যুবরণের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ করেন শ্রমিকরা। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের মদনপুর অংশে তারা এ অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিচারের আশ্বাসে এগারোটায় মহাসড়ক থেকে সরে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা। 

শ্রমিকরা জানান, 'লারিস ফ্যাশন' নামে একটি রপ্তানিমুখি গার্মেন্টসের নারী শ্রমিক রিনা (৩০) অসুস্থ অবস্থায় ডিউটি করে যাচ্ছিলেন। গতকাল তিনি অসুস্থতা বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। তবে কর্তৃপক্ষ তার আবেদনে কোনো সাড়া না দিয়ে কাজ করে যেতে বাধ্য করেন। পরে অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক রিনা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে। অবরোধকারী শ্রমিকদের অভিযোগ এ মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী। 

বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেন। সড়কে যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ