প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে স্কুলব্যাগ ও বৃক্ষ বিতরণ
Published: 28th, July 2025 GMT
প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ৯৫নং আদমজী নগর সরকারি প্রথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুলব্যাগ ও বৃক্ষ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকালে প্রতিভা সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান এ্যাড. হাবিবুর রহমান মাসুমের সভাপতিত্বে ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুলব্যাগ ও বৃক্ষ বিতরণ করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জি.
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ৯৫নং আদমজী নগর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজিদা বেগম, সিদ্ধিরগঞ্জ থানা জাসাস এর আহ্বায়ক শামীম আহমেদ আলী, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জা, সিদ্ধিগঞ্জ থানা তরুণ দলের যুগ্ম-আহ্বায়ক আমিনুল হক রানা, ৭নং ওয়ার্ড বিএনপির কোষাধক্ষ্য কামাল হোসেন,সিদ্ধিরগঞ্জ থানা তরুণ দলের সদস্য সচিব মমিন হোসেন মোহন, শাহ আলম, কালাম, আঃ রাহিম প্রমূখ।
স্কুলব্যাগ ও বৃক্ষ বিতরণের পূর্বে জি. এম. সাদরিল বলেন, এই যে বাচ্চারা ওদের যে বয়স, এই বয়স থেকে ওরা জীবনের প্রথম দাপ শুরু করছে। যারা বাবা, মা আছেন আপনারা সন্তানের প্রতি বেশি খেয়াল রাখবেন।
অনেক মা,বাবা আছেন মনে করেন যে বাচ্চাকে স্কুলে দিলাম, পড়াশুনা করলো স্কুলের শিক্ষক, শিক্ষিকারা দেখবে তা কিন্তু ঠিক না। আপনার সন্তান যখন স্কুল থেকে বাড়ি ফিরে তখন খোজখবর নিবেন ওরা ঠিক মতো লেখাপড়া করেছে কিনা, ওরা কার সাথে মিশে সেই দিকে খেয়ার রাখবেন।
মোবাইল ফোন একটা ক্ষতিকারক জিনিস মোবাইল ফোন থেকে বাচ্চাদের দূরে রাখতে হবে। মোবাইল ফোন ব্যবহারে যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে।
অনেকে আছেন বাচ্চাকে মোবাইল ফোন দিয়ে বাসার কাজ করছেন, কিন্তুু আপনার বাচ্চা মোবাইল ফোনে ভালো কাজে ব্যবহার করছে, না খারাপ কাজে ব্যবহার করছে সেই দিকে খেয়াল রাখছেন না,এটা কিন্তুু ঠিক না।
খেয়াল রাখতে হবে বাচ্চা যদি মোবাইল ফোন ভালো কাজে ব্যবহার করে তাহলে সে ভালো থাকবে, আর যদি খারাপ কাজে ব্যবহার করে তাহলে কিন্তুু তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।
পিতা-মাতার ওপর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সন্তনকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। আপনার সন্তান হচ্ছে আপনার মূল্যবান সম্পদ, আপনার ভবিষ্যৎ, সন্তানদের এমন ভাবে মানুষ করবেন যেন সে বয়সকালে আপনাদের খেয়াল রাখে।
সভাপতির বক্তব্য প্রতিভা সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান এ্যাডঃ হাবিবুর রহমান মাসুম বলেন, আমরা সবসময় এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি।
আপনারা দেখেছেন আমরা বৃক্ষরোপন করেছি, এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি, বিনামূল্যে সুন্নতে খতনা, ৭নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননাসহ আরো অনেক কাজ করেছে। আমরা সবসময় আমাদের প্রতিভা সমাজকল্যাণ সংস্থার মাধ্যমে এলাকার উন্নয়নের কাজ করে যাব।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ব যবহ র কর ব তরণ কর ব এনপ র ক জ কর আপন র
এছাড়াও পড়ুন:
আক্কেলপুরের পেট্রলপাম্প থেকে চুরি যাওয়া ট্রাক পাওয়া গেল জয়পুরহাট শহরে
জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের একটি পেট্রলপাম্প থেকে চুরি হওয়ার এক দিন পর পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল–সংলগ্ন একটি পেট্রলপাম্পের সামনের সড়ক থেকে এটি উদ্ধার করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার গভীর রাতে আক্কেলপুরে পৌর শহরের চার মাথা মোড়ের একটি পেট্রলপাম্প থেকে ট্রাকটি চুরি হয়। পরে গতকাল বুধবার বিষয়টি টের পান মালিক।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আক্কেলপুরের ওই পেট্রলপাম্পে দীর্ঘদিন ধরে ট্রাক ও বাস রাখেন চালকেরা। গত মঙ্গলবার রাতে মেসার্স রেখা পরিবহন নামের একটি ট্রাক সেখানে রাখেন চালক হাসান আলী। গতকাল সকালে তিনি দেখেন, ট্রাকটি আর সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি চুরি করে নিয়ে যাচ্ছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
এ ঘটনায় ট্রাকটির মালিক মশিউর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আজ সকালে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় উদয় পেট্রলপাম্পের সামনের সড়কে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাক দেখতে পাওয়া যায়। মালিক সেখানে গিয়ে ট্রাকটি শনাক্ত করলে আক্কেলপুর থানা-পুলিশ সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।
মশিউর রহমান বলেন, ‘কে বা কারা আমার চুরি হওয়া ট্রাকটি জয়পুরহাট শহরের উদয় পেট্রলপাম্পের সামনে ফেলে রেখে চলে গেছে। পুলিশ গিয়ে ট্রাকটি নিয়ে গেছে।’