Prothomalo:
2025-08-01@12:32:28 GMT

ঢাকার পরিবেশ

Published: 31st, July 2025 GMT

ঢাকা শহর দিন দিন যেন তার প্রাণ হারাচ্ছে। বিশ্বের অন্যতম প্রধান দূষিত শহরের তালিকায় ঢাকার নাম উঠে এসেছে। আমি পড়াশোনা করার জন্য যখন ঢাকায় এসেছিলাম, তখনো এত দূষিত ছিল না ঢাকার বাতাস। তখন এই শহরে জনসংখ্যাও কম ছিল। কিন্তু আগের তুলনায় এই শহরের উষ্ণতা দিন দিন বেড়েই চলেছে। এর প্রধান কিছু কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ণ, গাছপালা কেটে ফেলা, বড় বড় পুকুর ভরাট করে ফেলা, কলকারখানা ও যানবাহনের দূষিত ধোঁয়া এবং জনসংখ্যা বৃদ্ধি ইত্যাদি।

এই অসহ্য পরিস্থিতি থেকে বাঁচতে হলে আমাদের প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নিতে হবে। যেহেতু অতিরিক্ত নগরায়ণের ফলে গাছ লাগানোর জায়গা কমে গেছে, সে ক্ষেত্রে ছাদবাগান সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে।

প্রিয় নগরবাসী, আসুন আমরা সবাই ছাদবাগান করি এবং পরিবেশটাকে বাঁচানোর চেষ্টা করি। পাশাপাশি সবাইকে ছাদবাগান করতে উৎসাহিত করি। এভাবেই হয়তো কোনো একদিন এই প্রাণের শহর আবার প্রাণ ফিরে পাবে। মনে রাখতে হবে, আজকের সুন্দর পৃথিবীই আগামী দিনের শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ। প্রত্যেক ব্যক্তিকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে পরিবেশ রক্ষার্থে এগিয়ে আসতে হবে।

মিতুন ওয়াহিদ

শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ