ঢাকা শহর দিন দিন যেন তার প্রাণ হারাচ্ছে। বিশ্বের অন্যতম প্রধান দূষিত শহরের তালিকায় ঢাকার নাম উঠে এসেছে। আমি পড়াশোনা করার জন্য যখন ঢাকায় এসেছিলাম, তখনো এত দূষিত ছিল না ঢাকার বাতাস। তখন এই শহরে জনসংখ্যাও কম ছিল। কিন্তু আগের তুলনায় এই শহরের উষ্ণতা দিন দিন বেড়েই চলেছে। এর প্রধান কিছু কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ণ, গাছপালা কেটে ফেলা, বড় বড় পুকুর ভরাট করে ফেলা, কলকারখানা ও যানবাহনের দূষিত ধোঁয়া এবং জনসংখ্যা বৃদ্ধি ইত্যাদি।
এই অসহ্য পরিস্থিতি থেকে বাঁচতে হলে আমাদের প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নিতে হবে। যেহেতু অতিরিক্ত নগরায়ণের ফলে গাছ লাগানোর জায়গা কমে গেছে, সে ক্ষেত্রে ছাদবাগান সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে।
প্রিয় নগরবাসী, আসুন আমরা সবাই ছাদবাগান করি এবং পরিবেশটাকে বাঁচানোর চেষ্টা করি। পাশাপাশি সবাইকে ছাদবাগান করতে উৎসাহিত করি। এভাবেই হয়তো কোনো একদিন এই প্রাণের শহর আবার প্রাণ ফিরে পাবে। মনে রাখতে হবে, আজকের সুন্দর পৃথিবীই আগামী দিনের শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ। প্রত্যেক ব্যক্তিকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে পরিবেশ রক্ষার্থে এগিয়ে আসতে হবে।
মিতুন ওয়াহিদ
শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চিকিৎসার অভাবে শ্রমিক মৃত্যুর অভিযোগ, বন্দরে মহাসড়ক অবরোধ
অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়া, চিকিৎসার অভাবে মৃত্যুবরণের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ করেন শ্রমিকরা। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের মদনপুর অংশে তারা এ অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিচারের আশ্বাসে এগারোটায় মহাসড়ক থেকে সরে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা।
শ্রমিকরা জানান, 'লারিস ফ্যাশন' নামে একটি রপ্তানিমুখি গার্মেন্টসের নারী শ্রমিক রিনা (৩০) অসুস্থ অবস্থায় ডিউটি করে যাচ্ছিলেন। গতকাল তিনি অসুস্থতা বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। তবে কর্তৃপক্ষ তার আবেদনে কোনো সাড়া না দিয়ে কাজ করে যেতে বাধ্য করেন। পরে অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক রিনা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে। অবরোধকারী শ্রমিকদের অভিযোগ এ মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী।
বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেন। সড়কে যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি এখন শান্ত রয়েছে।