শুল্ক কমানোর সিদ্ধান্ত রপ্তানি খাতের জন্য ইতিবাচক: জাপা
Published: 1st, August 2025 GMT
যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি খাতের জন্য একটি ইতিবাচক এবং আশাব্যঞ্জক পদক্ষেপ উল্লেখ করে দেশের অর্থনীতি ও কর্মসংস্থান বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করে দলটি।
শুক্রবার (১ আগস্ট) পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নু এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন।
তারা বলেন, জাতীয় পার্টি সব সময়ই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে সরকারের পাশাপাশি গঠনমূলক ভূমিকা পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশের পোশাক, চামড়া, ও কৃষি পণ্যসহ অন্যান্য রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
‘আমরা দৃঢ়তার সঙ্গে আশা করি, সরকারের পাশাপাশি ব্যবসায়ী সম্প্রদায় এই সুযোগটি যথাযথভাবে কাজে লাগাবে এবং বাংলাদেশের অর্থনীতিকে বিশ্ব দরবারে আরো দৃঢ় ও সমৃদ্ধ অবস্থানে এগিয়ে নিয়ে যাবে। জাতীয় পার্টি দেশ ও জনগণের কল্যাণে সব সময় সহনশীল, দায়িত্বশীল এবং সহযোগিতাপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরিতে অঙ্গীকারাবদ্ধ,’ বলেও জানান নেতারা।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নিষেধাজ্ঞা মেসির পিছু ছাড়ছে না, এবার নিষিদ্ধ হলেন তাঁর দেহরক্ষী
কদিন আগে মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির এক ম্যাচ নিষিদ্ধ হওয়া নিয়ে ঘটে গেছে নানা কাণ্ড। অল স্টার ম্যাচে না খেলার কারণে এই নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল মেসিকে। এমএলএসের এমন সিদ্ধান্তে নাকি একেবারেই খুশি হননি মেসি।
তবে সেই ঘটনার রেশ কাটার আগেই নতুন করে আরেকটি নিষেধাজ্ঞার খবর পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এবার অবশ্য মেসি নিজে নন, নিষিদ্ধ হয়েছে তাঁর দেহরক্ষী। সূত্রের বরাত দিয়ে মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকোর লিগস কাপে নিষিদ্ধ হওয়ার খবরটি দিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন।
এর আগে লিগস কাপের শৃঙ্খলা কমিটি জানায়, ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের এক সদস্যকে বুধবার রাতে আটলাসের বিপক্ষে ম্যাচের পর ঘটে যাওয়া একটি ঘটনার কারণে টুর্নামেন্টের বাকি অংশে সব ধরনের টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে। পরে সূত্র থেকে সেই সদস্য মেসির দেহরক্ষী বলে নিশ্চিত হয় ইএসপিএন।
আরও পড়ুননিষিদ্ধ হয়ে ‘প্রচণ্ড মর্মাহত’ মেসি, মায়ামি সহমালিক বললেন, নিষেধাজ্ঞার নিয়মটি ‘নির্মম’২৬ জুলাই ২০২৫সংবাদ বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা কমিটি জানিয়েছে, ৩০ জুলাই ইন্টার মায়ামি বনাম ক্লাব আটলাস ম্যাচের পর, ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের একজন সদস্য পরিচয়পত্র ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে নিয়মবর্হিভূত আচরণ করেছেন।
নিষেধাজ্ঞার কারণে এক ম্যাচ খেলতে পারেননি মেসি