রাজশাহীতে বর্ষাকালে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কাঁচা সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে সবজিভেদে প্রতি কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা। কেবল আলুর দাম কেজিতে ৫ টাকা কমে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

আজ সোমবার সকালে নগরের সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজারে কথা হয় রাজমিস্ত্রির জোগালি মনির হোসেনের সঙ্গে। এক কেজি পটোলের দাম ৫০ টাকা শুনেই তিনি মাথা নেড়ে বললেন, ‘এই পানিতে ঢ্যাঁড়স-পটোল সবকিছুরই দাম তো আগুন রে ভাই। কয় দিন আগেও দেড় শ ট্যাকা লইয়া বাজারে গিয়া ব্যাগ ভরা তরকারি লইয়া আনতাম। এখন ওই দামে তিনডা জিনিসও জোটে না। ওপর থেইক্য বৃষ্টি, নিচ থেইক্য দাম।’

পটোলের দাম আগের তুলনায় ২০ টাকা বেড়েছে বলে জানালেন মনির। তাঁর দাবি, দুই দিন আগেই তিনি পটোল কিনেছেন ৩০ টাকায়।

নগরের সাহেববাজার, নিউমার্কেট ও বিনোদপুর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ১২০ থেকে বেড়ে ১৫০ টাকা, প্রতি কেজি পেঁপে ২০ থেকে বেড়ে ৩৫ টাকা, পটোল ৩০ থেকে বেড়ে ৫০ টাকা, ঢ্যাঁড়স ৩০ থেকে বেড়ে ৫০ টাকা, বেগুন ৬০ থেকে বেড়ে ৭০ টাকা, করলা ৫০ থেকে বেড়ে ৬০ টাকা, কচুর লতি ৫০ থেকে বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে এসেছে কিছু মৌসুমি নতুন সবজি। প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ৪০ টাকা, আর ফুলকপি কেজিপ্রতি ১০০ টাকা দরে। তবে ক্রেতার স্বস্তির খবর, একমাত্র আলুর দাম ৫ টাকা কমে এখন কেজিতে ২০ টাকা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল-আমিন আজ সকালে বাজারে এসে কিছুটা হতাশ। বিনোদপুর বাজারে তিনি বললেন, ‘বেগুনের দাম তো হাই ছিলই। সেটা খাওয়া বাদ অনেক দিন ধরে। ঢ্যাঁড়স আর পটোলের দামও বেড়ে গেছে। একটি ছোট লাউও ৫০ টাকায় বিক্রি হচ্ছে।’

বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানালেন কাঁচাবাজার ব্যবসায়ী আবদুস সাত্তার। তিনি বলেন, ‘বৃষ্টির কারণে অনেক সবজি মাঠেই পইচা গেছে। সরবরাহ কম। এই কারণে দাম বাড়ছে। তবে গত বছরের তুলনায় এখনো কিছু কিছু আইটেম সস্তা আছে। কিন্তু বৃষ্টি চলতে থাকলে দাম আরও বাড়ব।’

শুধু সবজি নয়, ডিমের দামও বেড়েছে। প্রতি হালি সাদা ডিম এখন বিক্রি হচ্ছে ৪০ টাকায়, আর লাল ডিম ৪৪ টাকায়। তিন দিন আগেও এর দাম প্রতি হালিতে ৪ থেকে ৫ টাকা কম ছিল। ডিম ব্যবসায়ী আহমেদ হাদি বলেন, ‘এই কয় দিন আগেও ডিম ৩৪ থেকে ৩৮ টাকায় বিক্রি হইত। এখন আবার বাড়ছে। ৪০ থেকে ৪২ টাকায় থাকলে স্বাভাবিক। কিন্তু এর বেশি হইলে কষ্ট হয় মানুষের।’

এদিকে সোনালি মুরগির দামও কেজিতে ২০ টাকা বেড়েছে। তবে অন্য প্রজাতির মুরগির দামে তেমন হেরফের হয়নি। মাছ, গরু ও খাসির মাংস ও চালের দামও প্রায় একই রয়েছে।

রাজশাহীতে এ বছর বর্ষাকালের শুরু থেকেই বৃষ্টি হচ্ছে। আষাঢ় মাসের প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে। শ্রাবণ মাসেও সেই ধারা অব্যাহত আছে। অতিবৃষ্টির কারণে খেতের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীতে এবার আষাঢ়ে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে। আষাঢ়ের শেষ দিনে সবচেয়ে বেশি ৯১ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হয়। শ্রাবণেও প্রায় প্রতিদিনই অব্যাহত আছে। গত সোমবার রাত থেকে গতকাল রোববার পর্যন্ত ৬০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। গতকাল রোববার রাতেও ২০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ২০ ট ক ৫০ ট ক দ ন আগ

এছাড়াও পড়ুন:

ব্যান্ডউইথ সরবরাহ সেকেন্ডে ৪ টেরাবাইটের মাইলফলক ছুঁয়েছে বিএসসিপিএলসি

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল (বিএসসিপিএলসি) কোম্পানির আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহ সেকেন্ডে ৪ টেরাবাইটে পৌঁছেছে। চলতি আগস্ট মাসে সরকারি প্রতিষ্ঠানটি এ মাইলফলক ছুঁয়েছে।

আজ শনিবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এ ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবও নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, জুলাইয়ে দেশে বাণিজ্যিকভাবে চালু হওয়া স্টারলিংকের ইন্টারনেট সেবায় ২০০ জিবি ব্যান্ডউইথ সরবরাহের পর ১ আগস্ট ৪ টেরাবাইট হয়েছে। এর আগে গত ২৮ এপ্রিলে তা ৩ টেরাবাইট ছিল। তিন মাসে বিএসসিপিএলসি ১ টেরাবাইট সরবরাহ বাড়িয়েছে।

সরকার আরও জানিয়েছে, এপ্রিলের আগের ৮ মাসে ব্যবহার ১ দশমিক ১০ টেরাবাইট বৃদ্ধি পেয়েছিল। এর আগে আওয়ামী লীগ আমলে এ প্রতিষ্ঠানের ৬৫ শতাংশের বেশি সক্ষমতা অব্যবহৃত ফেলে রাখা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের মেয়াদে এক বছরে সাবমেরিন ক্যাবল কোম্পানির ব্যান্ডউইথ প্রবৃদ্ধি ১২০ শতাংশের বেশি।

বিএসসিপিএলসি সূত্রে জানা যায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল) ও সাবমেরিন ক্যাবল কোম্পানির ব্যান্ডউইথ সরবরাহ ৫০ শতাংশ করে বেঁধে দেয়। যার প্রভাবের পাশাপাশি স্টারলিংকের ব্যান্ডউইথও যুক্ত হয়েছে। স্টারলিংক সাবমেরিন কোম্পানির কাছে চাহিদা দিয়ে রেখেছিল, যা গতকাল শুক্রবার, ১ আগস্ট কার্যকর হয়েছে। এর ফলে কোম্পানির সরবরাহও বেড়েছে।

সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নীতিগত সহায়তা, মূল্যছাড় এবং কোম্পানির চেষ্টায় বিএসসিপিএলসি শেয়ার বাড়ায় রাজস্ব আদায়ও বেড়েছে।

সরকার বিদ্যমান সি-মি-উই-৪, সি-মি-উই-৫–এর পাশাপাশি সি-মি-উই-৬–এর সংশোধিত রুটের জন্য চুক্তি করেছে। প্রস্তাবটি সর্বশেষ একনেক সভায় পাস হয়েছে। এতে সাবমেরিন ক্যাবল কোম্পানিতে আরও ১৭ টেরাবাইট নতুন সক্ষমতা যুক্ত হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • হবিগঞ্জে অগ্নিকাণ্ডের তিন দিন পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ
  • ট্রাম্পের শুল্কের প্রভাব, যুক্তরাষ্ট্রের বাজারে যেসব পণ্যের দাম বাড়বে
  • ঢাকা ওয়াসার আগের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল, নতুনটির আবেদন শেষ কাল
  • ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা, তিন কর্মকর্তা গ্রেপ্তার
  • গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো ৬৮ ফিলিস্তিনির
  • ব্যান্ডউইথ সরবরাহ সেকেন্ডে ৪ টেরাবাইটের মাইলফলক ছুঁয়েছে বিএসসিপিএলসি
  • ফ্লাইট এক্সপার্ট বন্ধ, মালিক ও কর্মকর্তার পাল্টাপাল্টি অভিযোগ
  • পোশাকশিল্পে এখনই রূপান্তরের সময়
  • ত্রাণ সংগ্রহকারী ফিলিস্তিনিদের হত্যা করতে সাইলেন্সারযুক্ত অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল