চীন-পাকিস্তানের সঙ্গে সিল্ক রোড উদ্যোগে যুক্ত হতে চায় ইরান
Published: 4th, August 2025 GMT
চীন ও পাকিস্তানের সঙ্গে সিল্ক রোড উদ্যোগে যুক্ত হতে চায় ইরান। গতকাল রোববার ইসলামাবাদে অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে এমন আগ্রহের কথা জানায় ইরানের প্রতিনিধিদল। এর মধ্য দিয়ে ক্রমবর্ধমান আঞ্চলিক সংযোগ ও অবকাঠামোগত উন্নয়ন থেকে লাভবান হওয়ার ইঙ্গিত দিল তেহরান।
পাকিস্তানে ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ানের সরকারি সফরে সঙ্গী হয়েছেন সড়ক ও নগর উন্নয়নবিষয়ক ইরানি মন্ত্রী ফারজানেহ সাদেগ। রোববার তিনি পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী আবদুল আলিম খান, জাম কামাল খান ও হানিফ আব্বাসির সঙ্গে বৈঠক করেন।
পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই বৈঠকে পাকিস্তান ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে পরিবহন, যোগাযোগ নেটওয়ার্ক ও সড়ক অবকাঠামো জোরদার করা নিয়ে কথা হয়। এ সময় সিল্ক রোডে যুক্ত হওয়ার আগ্রহ দেখায় ইরান।
সিল্ক রোড হলো এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ৬৫টির বেশি দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসার ও যোগাযোগ বাড়াতে চীনের একটি বিশেষ কৌশলগত উদ্যোগ। এশিয়া ও ইউরোপের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রাচীন পথ সিল্ক রুটকে ধরে চীন ২০১৩ সালে এটি বাস্তবায়নের উদ্যোগ নেয়। সিল্ক রোডে অন্তর্ভুক্ত দেশগুলোর মাধ্যমে বিশ্ববাণিজ্যের এক-তৃতীয়াংশ সম্পন্ন হয়।
পাকিস্তানে ইরানের প্রতিনিধিদলকে স্বাগত জানান মন্ত্রী আবদুল আলিম খান। ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের জন্য তেহরানকে অভিবাদন জানান তিনি। একই সঙ্গে আগামী ২৩-২৪ অক্টোবর অনুষ্ঠেয় মন্ত্রীদের সম্মেলনে ইরানের সড়কমন্ত্রীকে আমন্ত্রণ জানান আলিম খান। ইরানের প্রেসিডেন্টের এ সফরে দুই দেশের মধ্যে ১২টি সমঝোতা স্মারকও সই হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মন ত র
এছাড়াও পড়ুন:
সুখী দম্পতিরা কেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি কম পোস্ট করেন
ছবি: কবির হোসেন