চীন-পাকিস্তানের সঙ্গে সিল্ক রোড উদ্যোগে যুক্ত হতে চায় ইরান
Published: 4th, August 2025 GMT
চীন ও পাকিস্তানের সঙ্গে সিল্ক রোড উদ্যোগে যুক্ত হতে চায় ইরান। গতকাল রোববার ইসলামাবাদে অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে এমন আগ্রহের কথা জানায় ইরানের প্রতিনিধিদল। এর মধ্য দিয়ে ক্রমবর্ধমান আঞ্চলিক সংযোগ ও অবকাঠামোগত উন্নয়ন থেকে লাভবান হওয়ার ইঙ্গিত দিল তেহরান।
পাকিস্তানে ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ানের সরকারি সফরে সঙ্গী হয়েছেন সড়ক ও নগর উন্নয়নবিষয়ক ইরানি মন্ত্রী ফারজানেহ সাদেগ। রোববার তিনি পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী আবদুল আলিম খান, জাম কামাল খান ও হানিফ আব্বাসির সঙ্গে বৈঠক করেন।
পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই বৈঠকে পাকিস্তান ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে পরিবহন, যোগাযোগ নেটওয়ার্ক ও সড়ক অবকাঠামো জোরদার করা নিয়ে কথা হয়। এ সময় সিল্ক রোডে যুক্ত হওয়ার আগ্রহ দেখায় ইরান।
সিল্ক রোড হলো এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ৬৫টির বেশি দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসার ও যোগাযোগ বাড়াতে চীনের একটি বিশেষ কৌশলগত উদ্যোগ। এশিয়া ও ইউরোপের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রাচীন পথ সিল্ক রুটকে ধরে চীন ২০১৩ সালে এটি বাস্তবায়নের উদ্যোগ নেয়। সিল্ক রোডে অন্তর্ভুক্ত দেশগুলোর মাধ্যমে বিশ্ববাণিজ্যের এক-তৃতীয়াংশ সম্পন্ন হয়।
পাকিস্তানে ইরানের প্রতিনিধিদলকে স্বাগত জানান মন্ত্রী আবদুল আলিম খান। ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের জন্য তেহরানকে অভিবাদন জানান তিনি। একই সঙ্গে আগামী ২৩-২৪ অক্টোবর অনুষ্ঠেয় মন্ত্রীদের সম্মেলনে ইরানের সড়কমন্ত্রীকে আমন্ত্রণ জানান আলিম খান। ইরানের প্রেসিডেন্টের এ সফরে দুই দেশের মধ্যে ১২টি সমঝোতা স্মারকও সই হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মন ত র
এছাড়াও পড়ুন:
নির্বাচনে বিএনপির মনোনয়ন আলোচনায় যেসব তারকা
আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ অনুষ্ঠিত হবে—এমনটাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলোও তাই নির্বাচনমুখী। অন্তর্বর্তী সরকার বারবার জানিয়েছে, যে করেই হোক ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচনের আয়োজন তারা সম্পন্ন করবে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করছেন। নিজ নিজ নির্বাচনী এলাকায় পরিচিত ও গ্রহণযোগ্যতার পাশাপাশি দলীয় জরিপে যাঁরা এগিয়ে আছেন, তাঁরাই আলোচনায় আছেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বিনোদন অঙ্গনের তারকারাও। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে তাঁদের নামও শোনা যাচ্ছে।
বেবী নাজনীন