কাজের সন্ধানে বের হয়ে আর ফিরে আসনি তানভীর হাসান (৩৩) নামের এক যুবক। নিখোঁজের তিন মাস পেরিয়ে গেলেও পুলিশ নিখোঁজ যুবক তানভীরের খোঁজ পায়নি। 

তানভীরের সন্ধানে তার মা দ্ধারে দ্ধারে ঘুরে ফিরছে। নিখোঁজ তানভীর ফতুল্লার দেলপাড়া ডেউয়া তলার খায়ের আহম্মদের ছেলে।

নিখোঁজ তানভীরের মা মনোয়ারা বেগম জানায়, তার ছেলে এক সময় মুদি দোকানদার ছিলো। সেই ব্যবসায় লস হওয়ায় নিখোঁজের এক মাস পূর্বে দোকান ছেড়ে দেয়।

বেশ কিছুদিন বেকার থাকার পর চলতি বছরের এপ্রিল মাসের ২৩ তারিখ সকাল সাড়ে আটটার দিকে কাজের সন্ধানে বাসা থেকে বের হয়। তারপর সে আর ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। ছেলের সন্ধান না পেয়ে তিনি ফতুল্লা থানায় সাধারন ডায়েরী করেন।

সাধারন ডায়েরীর তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সঞ্জিব জানায়, তদন্তে নেমে তিনি জানতে পারেন নিখোঁজ তানভীরের নিকট স্থানীয় অনেকেই টাকা পেতেন। নিখোঁজ হওয়ার দিন সে বাসা থেকে বের হয়ে শিবু মার্কেট এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনটি বিক্রি করে।  

এরপর থেকেই তার নাম্বার টি বন্ধ পাওয়া যায়। তাকে উদ্ধারে সর্বচ্চো গুরুত্ব দিয়ে চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: য বক ন র য়ণগঞ জ র সন ধ ন

এছাড়াও পড়ুন:

দুই মাস ফ্রিজে রাখার পর মামুনের মাথায় খুলি পুনঃস্থাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় খুলি প্রায় দুই মাস ফ্রিজে সংরক্ষণ করার পর সফলভাবে পুনঃস্থাপন করা হয়েছে। 

শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে অপারেশনের মাধ্যমে খুলি পুনঃস্থাপন করেন চিকিৎসকরা। 

চিকিৎসকরা জানিয়েছেন, মামুন মিয়ার মাথায় সফলভাবে অপারেশন করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন মামুন মিয়া।

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম জানিয়েছেন, চবিতে সংঘর্ষের দিন গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে পার্কভিউ হাসপাতালে আনা হয়েছিল। সেই থেকে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। অপারেশনের সময় তার মাখার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর সফল অপারেশনের মাধ্যমে শনিবার মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে মামুনসহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত নিবন্ধ