Risingbd:
2025-09-18@01:23:02 GMT

আকা: নিশোর সঙ্গী নাবিলা

Published: 26th, August 2025 GMT

আকা: নিশোর সঙ্গী নাবিলা

‘আয়নাবাজি’ সিনেমার ঝলমলে আয়নায় দর্শক তাকে প্রথম চিনেছিলেন। তারপর ‘তুফান’ সিনেমায় আবেগঘন চরিত্রে আবারো আলো কুড়িয়েছেন। উপস্থাপনা থেকে রূপালি পর্দা—সবখানেই নিজের স্বতঃস্ফূর্ত অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করেছেন মাসুমা রহমান নাবিলা। এবার ওয়েব সিরিজে অভিষেক হতে যাচ্ছে তার। ‘আকা’ নামের এই সিরিজ নির্মাণ করেছেন ভিকি জাহেদ। 

গতকাল বিকালে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত ট্রেইলার উন্মোচন অনুষ্ঠান ছিল তারকাখচিত। সেখানেই ঘোষণা—আগামী ৪ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিরিজ। 

আরো পড়ুন:

শ্রীদেবীর ফার্মহাউজ নিয়ে আইনি জটিলতায় বনি

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

ন্যায়-অন্যায়, প্রতিশোধ আর রহস্যে ভরপুর কাহিনিতে নিশোর বিপরীতে দেখা যাবে নাবিলাকে। দর্শকদের জন্য তাই বাড়তি চমক—প্রথমবারের মতো নিশো-নাবিলা জুটি। 

নাবিলা জানান, তার চরিত্রের নাম মেঘা। তিনি বলেন, “মেঘা আত্মবিশ্বাসী ও সৎ এক তরুণী। খুব সাধারণ অথচ নিজের জায়গায় অটল। চরিত্রটা আমার ভীষণ আপন মনে হয়েছে। অভিনয়টা সহজ হয়েছে, তবে চেষ্টা করেছি সর্বোচ্চটা দেওয়ার। বাকিটা দর্শকই বলে দেবে।” 

‘আকা’ সিরিজের শুটিং শুরু হয়েছিল বহু আগে। কিন্তু মাঝপথে থমকে যায় কাজ। সেই অভিজ্ঞতার ঝলক শোনান নাবিলা। তার ভাষায়, “কাজটা শেষ করতে সময় লেগেছে। এর মধ্যে নিশো ভাই ‘দাগি’ সিনেমা করেছেন, ‘তান্ডব’-এ ক্যামিও করেছেন। শুটিং সেটে আমরা এসব নিয়েই গল্প করতাম। অবশেষে ‘আকা’ শেষ হলো, এখন কেবল মুক্তির অপেক্ষা।” 

নাবিলার কণ্ঠে সিরিজটির প্রতি আলাদা আবেগ, “আমার জন্য ‘আকা’ বিশেষ এক কাজ। আশা করি, দর্শকরা শুধু আমার চরিত্রই নয়, গল্প, আবহ ও নির্মাণও আপন করে নেবেন।” 

সপ্তাহের শুরুতে মুক্তি পেয়েছে ‘আকা’ সিরিজের দ্বিতীয় পোস্টার। ফেসবুকে শেয়ার করে নির্মাতা ভিকি জাহেদ লিখেছিলেন, “অসহায় তাড়িয়ে বেড়াও/ কাছে টানো হিংস্র শ্বাপদ/ ভাবছো যেটা বীরের প্রতীক/ আসলে সে মস্ত আপদ!” 

আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলার সঙ্গে সিরিজটিতে আরো আছেন—আজিজুল হাকিম, ইমতিয়াজ বর্ষণ, এ কে আজাদ সেতু, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র আফর ন ন শ চর ত র কর ছ ন

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ